পদ্মা সেতুর উদ্বোধন সফল করার লক্ষ্যে চাঁদপুরে আলোচনা সভা

আগামী ২৫শে জুন বহুল আলোচিত স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন অনুষ্ঠান উদযাপন সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী মৎসজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুন) চাঁদপুর শহরের কালীবাড়ি টাউনহল মার্কেটে সিটি নিয়ন গ্রুপ কার্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রানু বেগমের সভাপতিত্বে ও পৌর মহিলা আওয়ামিলীগ নেত্রী ফাহিমা আক্তার পান্নার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।

এসময় তিনি বলেন, পদ্মা সেতু একসময় বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিল। আগামী ২৫ জুন তা সম্পূর্ণ বাস্তবায়ন হতে চলেছে। স্বাধীনতার পর বাংলাদেশের আরেকটি বড় অর্জন। যা বিশ্ব দরবারে এক উজ্জ্বল দৃষ্টান্ত। বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ অর্জন আমরা দেখতে পাচ্ছি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে প্রকল্প হাতে নেন তা বাস্তবায়ন করেই থাকেন। এটা তাঁর একটা সাহসী ভূমিকা। চাঁদপুর-৩ আসনের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি।

আনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্যে একাডেমির আহ্বায়ক কমিটির সদস্য বিশিষ্ট লেখক মাহবুবুর রহমান সেলিম।

উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মিজান খান, চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে চাঁদপুর শহরের পৌর ১১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাবেয়া বেগম, পৌর মহিলা আওয়ামিলীগ নেত্রী আমেনা বেগম, ঝর্না আক্তার লতা, স্বপ্না বেগম, আছমা বেগম সহ বিভিন্ন ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ, যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরবর্তীতে পৌর মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহিমা আক্তার পান্নার ৩০ তম জন্মদিন উপলক্ষে কেক কেট দিনটি উদযাপন করে অতিথিবৃন্দ।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১৭ জুন ২০২২

Share