চাঁদপুর জেলা প্রশাসক জনাব মাজেদুর রহমান খানের দিক-নির্দেশনায় চাঁদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের করোনা পজিটিভ রোগীদের স্বাস্থ্য, চিকিৎসা, সামাজিক সমস্যা ,খাদ্য সমস্যা আছে কিনা ইত্যাদি বিষয়ে খোঁজ খবর নেয়া হয়।
এর সাথে জেলা প্রশাসন, চাঁদপুরের পক্ষ থেকে প্রত্যেকের জন্য সহমর্মীতা ও শুভকামনার নির্দশন হিসেবে উপহার পৌঁছে দেয়া হয়। প্রতিটি উপহারের উপর লেখা ছিলো ‘আবার দেখা হবে একসাথে পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার মোহনাতে’ । এর মাধ্যমে রোগীদেরকে মানসিকভাবে উদ্বুদ্ধ করা হয়। যাতে করোনা যুদ্ধে বিজয়ী হয়ে ফিরতে পারে।
এদিকে রাস্তাঘাটে চলার সময় যেসব যাত্রী ও ড্রাইভারদের মুখে মাস্ক নেই এরকম দুই শতাধিক ব্যক্তিকে বারবার ব্যবহার করা যাবে এমন মাস্ক প্রদান করা হয়।
একজন করোনা রোগী হোম আইসোলেশন অমান্য করে বাইরে ঘোরাফেরা ও দোকানদারী করায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ও তার বাড়ি ও দোকান লকডাউন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার।
এসব কাজে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল্লাহ আল মাহমুদ জামান, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, পুলিশ সদস্যবৃন্দ ও জেলা প্রশাসনের নিবেদিতপ্রাণ ভলান্টিয়ার ও সাংবাদিকবৃন্দ।
জেলা প্রশাসন থেকে জানানো, এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
স্টাফ করেসপন্ডেন্ট, ১১ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur