পানি উন্নয়ন বোর্ড সূত্রে মতে, পদ্মা নদীর পানি বেড়ে শনিবার (৩০ জুলাই) বিপদ সীমার প্রায় ৯৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধির ফলে নতুন করে প্লাবিত হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি ও বসতবাড়ি।
এতে করে ওই সব এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেওয়াসহ তারা মানবেতর জীবন-যাপন করছে। বিশেষ করে বাচ্চা-বয়স্ক মানুষ ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন পানিবন্দী এলাকার লোকজন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে আরো জানা যায়, ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে ২১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এ পানি বৃদ্ধির ফলে অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধির সঙ্গে প্রবল স্রোত দেখা দেয়ায় ফেরি ঘাট, স্কুলসহ বেশ কিছু বাড়ি ইতোমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানসহ বসতবাড়িতে পানি প্রবেশ করেছে। তীব্র স্রোতের কারণে জেলার বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
ভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থা নিতে ঢাকায় চিঠি দেয়া হয়েছে। তবে আজ পর্যন্ত কোনো বরাদ্দ পাননি বলে জানিয়েছেন সংশ্ষ্টি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০২:০০ এএম, ৩১ জুলাই ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur