পদ্মায় নৌকাডুবি: কৃষকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে নৌকাডুবিতে এনামুল হক (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এক শিশুসহ আরও তিনজন নিখোঁজ রয়েছেন। ২৭ জুন মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের রানীনগর টিকরপাড়া বালুগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি আলাতুলি ইউনিয়নের ছয়রশিয়া গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে। নিখোঁজরা হলেন একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে নেজাম উদ্দিন (৫৭), মৃত সোহরাবের ছেলে আব্দুর রহমান (৫২) ও চর দেবীনগর এলাকার সুমন আলীর ছেলে পাখি (১৩)।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এনামুল হকসহ আরও তিন-চারজন মিলে আলাতুলি ইউনিয়নের মধ্যচর থেকে ফসল নিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিল। ছয়রশিয়া আসার পথে রানীনগর টিকরপাড়া বালুগ্রাম এলাকায় আসলে নৌকাটি হঠাৎ ঝড়ো হাওয়ায় ডুবে যায়। পরে স্থানীয়রা নদী থেকে এনামুলের মরদেহ উদ্ধার করে। বাকিরা নিখোঁজ।

ওসি আরও বলেন, রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

টাইমস ডেস্ক/ ২৭ জুন ২০২৩

Share