ঢাকা থেকে বরিশালের মুলাদি যাওয়ার পথে পদ্মা নদীতে দুর্ঘটনায় পড়েছে যাত্রীবাহী লঞ্চ এমভি মহারাজ-৭। নোঙর করা একটি মালবাহী ছোট জাহাজে ধাক্কা লেগে লঞ্চটির দোতলার বাম পাশের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ রবিবার সকাল ৯টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
অভি নামে লঞ্চের যাত্রী মুঠোফোনে বলেন, ‘সকাল ৯টার দিকে লঞ্চটি পদ্মা নদী পার হচ্ছিল। তীরের কাছে একটি মালবাহী ছোট জাহাজ নোঙর করা ছিল। ঘন কুয়াশার কারণে লঞ্চের চালক সেটি দেখতে পাননি। একপর্যায়ে নোঙর করা জাহাজটির সঙ্গে লঞ্চটির ধাক্কা লাগে।
এতে লঞ্চের দোতলার পাশের প্রায় ৩০ ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার সময় দোতলায় থাকা যাত্রীরা দ্রুত নিচে নেমে নিরাপদ স্থানে চলে যান। একজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর লঞ্চটি মূলাদির দিকে যাত্রা অব্যাহত রাখে।’
রিপোর্ট লেখা পর্যন্ত সকাল সাড়ে ৯টায় লঞ্চটি এখনো মুলাদি ঘাটে পৌঁছায়নি। এ বিষয়ে মহারাজ-৭ লঞ্চের কোনো দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা যায়নি।
এর আগে গত বৃহস্পতিবার ঘন কুয়াশায় চাঁদপুরের হাইমচর এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হন।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২৮ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur