দীর্ঘদিনের কর্মনিষ্ঠা ও সেবাকার্যের স্বীকৃতি পেলেন চাঁদপুর সরকারি হাসপাতালের সাবেক শিশু কনসালটেন্ট ডাঃ আসমা বেগম। গত ১৭ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তার এই সাফল্যে ভূঁইয়া বাড়ি, বিভিন্ন হাসপাতালসহ বিভিন্ন মহল থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
জানা যায়, ডাঃ আসমা বেগম ২০১৭ সাল থেকে এই পর্যন্ত চাঁদপুর সরকারি হাসপাতালে শিশু কনসালটেন্ট হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ এই সময়ে তিনি হাসপাতালের আউটডোর এবং ইনডোর, দুটি স্থানেই নিয়মিত সেবা প্রদান করে শিশু রোগীদের আস্থা অর্জন করেছেন। তার এই পদোন্নতি নিঃসন্দেহে তার কর্মজীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
এই বিশেষ অর্জনে ডাঃ আসমা বেগমকে গত কয়েকদিন ধরে পর্যায়ক্রমে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন স্তরের মানুষ। অভিনন্দন জ্ঞাপনকারীদের মধ্যে রয়েছেন শহরের রহমতপুর আবাসিক এলাকার ভূঁইয়া বাড়ির বিভিন্ন পরিবারের সদস্যরা, ভূঁইয়া বাড়ি মৌলভী আব্দুল জব্বার মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীগণ, চাঁদপুর মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকবৃন্দ এবং বিভিন্ন প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষ।
উল্লেখ্য : ডাঃ আসমা বেগম চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকার মরহুম ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান (আলমাস)এর কন্যা। পারিবারিক দিক থেকেও তার চিকিৎসা ক্ষেত্রে অবদান রয়েছে, তার বড় ভাই বর্তমানে চাঁদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) হিসেবে কর্মরত আছেন।
তিনি শহরের রহমতপুর আবাসিক এলাকার ভূঁইয়া বাড়ির মোঃ সাখাওয়াত হোসেন ভূঁইয়ার সহধর্মিণী। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে সন্তানের জননী।
নিজের নতুন কর্মজীবনে পদার্পণ উপলক্ষে ডাঃ. আসমা বেগম সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এবং চাঁদপুর সরকারি হাসপাতালের সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা তাকে এই পথে সহযোগিতা করেছেন। তিনি তার পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতিও বিশেষ ধন্যবাদ জানান। ডাঃ আসমা বেগম সকলের কাছে দোয়া কামনা করে বলেন, আমি যেন নতুন দায়িত্বে সততা ও নিষ্ঠার সাথে সকলের সেবা করে যেতে পারি।
প্রতিবেদক: কবির হোসন মিজি/
২৬ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur