সারাদেশ

পদোন্নতি পাচ্ছেন ৭,২৮৭ জন সরকারি মাধ্যমিক শিক্ষক

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত ৫০ শতাংশ সহকারী শিক্ষককে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার ২১ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর ৭ হাজার ২৮৭ জন শিক্ষকের খসড়া তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে।

এর আগে গত বছর ৩০ নভেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। ওই তালিকায় ছিল ৬ হাজার ১৫৫ জন সহাকারী শিক্ষকেরর নাম।

দীর্ঘদিন ধরে আটকে থাকার পর ২০১৮ সালের নতুন নিয়োগ বিধিমালা অনুসারে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ শতাংশ সহকারী শিক্ষককে পদোন্নতি দেওয়া কথা বলা হয়।

ঢাকা ব্যুরো চীফ , ২২ জানুয়ারি ২০২১
এজি

Share