বিএনপির পদত্যাগ করা শূন্য আসনের তফসিল ঘোষণা রোববার

আগামি রোববার (১৮ ডিসেম্বর) বিএনপির পদত্যাগ করা শূন্য আসনগুলোর উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো.আলমগীর।

তিনি বলেন, ‘রোববার আমাদের কমিশন সভা রয়েছে। সভায় শূন্য আসনের উপনির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে সিডিউল রয়েছে। সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ইভিএমে ভোটগ্রহণ হবে জানিয়ে তিনি বলেন,‘সিসি ক্যামেরার বসানোর সিদ্ধান্তের বিষয়েও আলোচনা হবে। সরকারি ছুটি,পাবলিক পরীক্ষা ও ধর্মীয় উৎসব আছে কিনা,তা দেখে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’

১৫ ডিসেম্বর ২০২২
এজি

Share