পদক পেলেন, তারপরই পেলেন বিয়ের প্রস্তাব । হে যি’র সামনে কিন কাই হাঁটু গেড়ে বসে পড়ার সাথে সাথেই স্টেডিয়ামের সবগুলো ক্যামেরা ঘুরে যায় তাদের দিকে। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক টেলিভিশনে সরাসরি দেখেন নাটকীয় এই বিয়ের প্রস্তাব।
রিও অলিম্পিক্সে তিন মিটার স্প্রিংবোর্ড ইভেন্টে রৌপ্য জয়ী চীনা ডাইভার হে যি কেবলই পদকটি গ্রহণ করেছেন, আর এমন সময় তার প্রেমিক কিন কাই মঞ্চে উঠে তার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়লেন এবং তুলে ধরলেন একটি বিয়ের আংটি।
বিশ্বজুড়ে টেলিভিশনে কোটি কোটি মানুষ সরাসরি দেখল এই নাটকীয় বিয়ের প্রস্তাব।
কিনের সৌভাগ্য, হে যি তাকে হ্যাঁ বলেছে।
কিন কাই গত সপ্তাহেই পুরুষদের বিভাগের একই ইভেন্টে ব্রোঞ্জ জয়ী ডাইভার।
হে বলেন, “আমরা ছয় বছর ধরে প্রেম করছি। কিন্তু সে যে আমাকে আজকেই বিয়ের প্রস্তাব দেবে তা ঘুণাক্ষরেও ভাবিনি”
“সে আমাকে অনেক কিছু বলেছে, অনেক অনেক প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু আমি মনে করি যে ব্যাপারটি আমাকে সবচাইতে বেশী ছুঁয়ে গেছে, তা হল, এই মানুষটিকে আমি বাকী জীবন বিশ্বাস করে যেতে পারব”।
তবে নাটকীয় এই বিয়ের প্রস্তাবটি নিয়ে অনেকেই সমালোচনা করছেন।
কেউ কেউ বলছেন, এই বিয়ের প্রস্তাবের ফলে হে যি যে রৌপ্য পদকটি জিতেছে সেটা নিয়ে এখন আর কেউ আলোচনা করছে না।
বিবিসির ফেসবুক পাতায় অনেকেই মন্তব্য করেছেন যে, এই বিয়ের প্রস্তাবটি হে’র রৌপ্য জয়ের গৌরবকে ধামাচাপা দিয়েছে।
ঘটনাটি চীনের জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে এখন সর্বাধিক ট্রেন্ডিং একটি ইস্যু।
সেখানে অনেকেই ঘটনাটিকে ‘মিষ্টি এবং রোমান্টিক’ বলে বর্ণনা করছেন।
আবার কেউ কেউ লিখেছেন, “একান্ত ব্যক্তিগত একটি ব্যাপারকে সারা পৃথিবীবাসীর সামনে হাজির করার মাধ্যমে হে’র উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয়েছে”
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১০:৪০ পি,এম ১৫ আগস্ট ২০১৬,সোমবার
ইব্রাহীম জুয়েল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur