Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগেঞ্জের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতেই এ পদক্ষেপ : ড. মো. আলমগীর কবির পাটওয়ারী
dr alomgir

হাজীগেঞ্জের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতেই এ পদক্ষেপ : ড. মো. আলমগীর কবির পাটওয়ারী

হাজীগঞ্জ মডেল হসপিটালের চেয়ারম্যান ও হাজীগঞ্জ ফোরামের সভাপতি ড. মো.আলমগীর কবির পাটওয়ারী বলেন,‘ইতিহাস ঐতিহ্য তুলে ধরতেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা একদিন বেঁচে থাকবো না কিন্তু হাজীগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের জন্য আমরা রেখে যেতে পারবো। ‘

গতকাল ৩ অক্টোবর হাজীগঞ্জ মডেল হসপিটালে হাজীগঞ্জ ফোরামের আয়োজনে প্রতিভার খোঁজে লেখা আহ্বান প্রসঙ্গে সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময়কালে এ কথাগুলো বলেন।

সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ কালে সংবাদকর্মীদের সহযোগিতা চেয়ে ড.মো.আলমগীর কবির পাটওয়ারী বলেন, নতুন ও আগামি প্রজন্মের নিকট হাজীগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে এ উদ্যোগ নিয়েছে ‘হাজীগঞ্জ ফোরাম’। একই সাথে যারা এ কার্যক্রমে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং করবেন তাদের নাম প্রকাশিতব্য বইয়ে অন্তর্ভূক্ত করা হবে।

প্রতিযোগিতার বিষয় হচ্ছে : প্রবন্ধ,কবিতা বা ছড়া, থিম সং,লোকগীতি,গল্প,নাটক এবং চিত্রাঙ্কন। প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের ‘ক, খ, গ, ঘ, ঙ’ এ পাঁচটি বিভাগে পুরষ্কৃত করা হবে।

৮ নভেম্বরের মধ্যে লেখা ও চিত্রাঙ্কন জমা দিতে হবে।

‘ক’ (ষষ্ঠ থেকে অষ্টম ও সমমান), ‘খ’ (নবম ও দশম ও সমমান) ও ‘গ’ (একাদশ, দ্বাদশ ও সমমান) বিভাগের প্রতিযোগিতার বিষয় হচ্ছে, কবিতা, ছড়া ও চিত্রাঙ্কন। প্রবন্ধ কমপক্ষে ১২০০ শব্দ হতে হবে। ‘ঘ’ বিভাগ উচ্চ শিক্ষা (ডিগ্রি, অর্নাস, মাস্টার্স ও সমমান) বিভাগে কবিতা ছড়া, চিত্রাঙ্কন ও প্রবন্ধ।

প্রবন্ধ কমপক্ষে ১৫০০ শব্দ হতে হবে, ‘ঙ’ উন্মুক্ত (শিক্ষার্থী নয় এমন সকলের জন্য প্রযোজ্য) বিভাগে কবিতা, ছড়া, চিত্রাঙ্কন, প্রবন্ধ (কমপক্ষে ১৮০০ শব্দে), গল্প, নাটক, লোকগীতি, থিম সং (ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে)।

প্রতিযোগিতার বিষয় সমূহ, ১. মহান মুক্তিযুদ্ধে হাজীগঞ্জ, হাজীগঞ্জ এর ব্র্যান্ড, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ, হাজীগঞ্জ নামকরণের ইতিহাস- কবিতা /ছড়া, থিম সং (ধর্মীয় চেতনা যুক্ত),(বড় মসজিদ বা বাজার কেন্দ্রীক) হাজীগঞ্জ এর অর্থনৈতিক উন্নয়নে বড় মসজিদ কমপ্লেক্সের ভূমিকা, অন্যান্য যে কোন ঐতিহ্যবাহী স্থান ও স্থাপনা (স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির,পুকুর-দিঘী, খাল-বিল, নদী-নালা ইত্যাদি,হাজীগঞ্জ বাজারের (মকিমাবাদ ও তার পাশর্^বর্তী এলাকাসহ কমপক্ষে ৪০-৪৫ বছরের) ভূ-প্রকৃতির পরিবর্তন এবং অবকাঠামোগত উন্নয়নের ধারা (বর্তমান পর্যন্ত)।

২. সূচনা থেকে বর্তমান, হাজীগঞ্জ সাব-রেজেস্ট্রি অফিস, তহসিল অফিস, পোস্ট অফিস, ডাকবাংলো, থানা,পৌরসভা ও উপজেলা।

৩. হাজীগঞ্জ এর শিক্ষা ব্যবস্থার অতীত,বর্তমান ও ভবিষ্যৎ, বিভিন্ন সমিতি-সংঘ, ক্লাব, সফল ব্যবসায়ী, ব্যবসা এবং ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প,সাহিত্য-সংস্কৃতি,ক্রীড়া ক্ষেত্রে অতীত ও বর্তমান, উৎপাদিত ও রপ্তানিযোগ্য পণ্য,গ্রামীণ ঐতিহ্যে ঋতু ভিত্তিক খাদ্য তৈরি,জীবনাচার, কৃষ্টি,জনজীবন ও খাদ্যাভ্যাস এবং পর্যটন ক্ষেত্রে বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা।

৪. হাজীগঞ্জ উপজেলাস্থ বিভিন্ন পর্যায়ের সফল শিক্ষক, গুণী ব্যক্তি ও ব্যক্তিত্ব, নিবেদিত প্রাণ স্বনামধন্য জনপ্রতিনিধি (সাবেক ও বর্তমান)। উল্লেখিত বিষয়ের প্রতিযোগিদের মধ্যে যারা বিজয়ী হবেন,তাদেরকে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সনদ, ক্রেস্ট এবং অর্থ পুরুষ্কার প্রদান করা হবে।

প্রতিটি বিভাগে বিষয় অনুযায়ী থাকবে পুরস্কার । এর মধ্যে প্রবন্ধে ৩ বিভাগে ৯ জন, কবিতা বা ছড়া ৫ বিভাগে ১৫ জন, থিম সং প্রতি বিভাগে ১ জন করে ৩ জন,লোক সংগীত প্রতি বিভাগে ১ জন করে ৩ জন, গল্প বা নাটক ২ বিভাগে ১২ জন ও চিত্রাঙ্কনে ৫ বিভাগে ১৫ জনসহ ৫৭ জনকে পুরস্কৃতসহ সেরাদের সেরা মানের চিত্রাঙ্কন এবং লিখাগুলোকে লেখকের নাম ও ঠিকানসহ প্রস্তাবিত ‘হাজীগঞ্জের ইতিহাস ঐতিহ্য এবং সমৃদ্ধি’র বইতে অন্তর্ভূক্ত করা হবে।

উল্লেখ্য,হাজীগঞ্জ ফোরামের আয়োজনে আলোকিত এবং অনুকরণীয় হাজীগঞ্জ গড়ে তোলার প্রত্যয়ে ‘প্রতিভার খোঁজে’লেখা আহ্বান করা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ, নগদ অর্থ, ক্রেস্ট বিতরণ করা হবে। হাজীগঞ্জ ফোরাম শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন।

এ সময় উপস্থিত ছিলেন- হাজীগঞ্জ মডেল হসপিটালের কো-চেয়ারম্যান ব্যরিস্টার শাহরিয়ার কবির, পরিচালক এস.এম চিশতী,সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার প্রকাশ ও সম্পাদক মহিউদ্দিন আজাদ,চাঁদপুর কণ্ঠ পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি কামরুজ্জামান টুটুল,দেশকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এনায়েত হোসেন মজুমদার,সাংবাদিক আবদুল গনি,সাংবাদিক হাবিবুর রহমান,সাংবাদিক শাখাওয়াত হোসেন শামিম সহ স্থানীয়, জাতীয় ও দৈনিক পত্রিকার সাংবাদিকবৃন্দ।

তিনি হাজীগঞ্জের কর্মবত সকল সাংবাদিকের সার্বিক সহযোগিতা কামনাও করেন ।

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৩