চাঁদপুরের কচুয়া উপজেলার বুধুন্ডা গ্রামে বাড়ির রাস্তায় কাঁটা দিয়ে যাতায়াত বন্ধের অভিযোগ উঠেছে। এতে ওই বাড়ির ৮-১০টি পরিবার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের বুধুন্ডা কালু মিয়া কারি বাড়ির আঃ রব ব্যাপারীর স্ত্রী ফজিলতের নেছা একই বাড়ির হারুনুর রশিদের যাতায়াতের একমাত্র পথ শত্রুতার জের ধরে প্রায় ১০ দিন পূর্বে কাঁটা ও ময়লা আবর্জনা দিয়ে বন্ধ করে দেয়।
মো হারুনুর রশিদ জানান, ‘কোনো কারণ ছাড়াই ফজিলতের নেছা বাড়ির লোকজনের একমাত্র যাতায়াতের পথ কাঁটা দিয়ে বন্ধ করে দেন। ফলে আমরা নিত্যপ্রয়োজনীয় মালামাল নেয়া আনা সহ যাতায়াত করতে পারছি না।
স্থানীয়রা জানিয়েছে, তুচ্ছ ঘটনা ঘটলেই ফজিলতের নেছা কারণে অকারণে কাউকে তোয়াক্কা কিংবা কোন কিছু না মেনে ইচ্ছা মত পথ বন্ধ করে দেয়।
এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।
কচুয়া করেসপন্ডেন্ট ।। আপডটে,বাংলাদশে সময় ১০ : ০৪ এএম, ২৭ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার
ডিএইচ