স্থানীয় ও জাতীয় পত্রিকার প্রায় ১০০ পত্রিকা বিলিকারকের মাঝে শীতবস্ত্র হিসেবে ১০০টি কম্বল বিতরণ করা হয়েছে।
১৬ ফেব্রুয়ারি বুধবার সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে মোহাম্মদ আলী ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করেন শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সাংসদ ডা. দীপু মনি।
এ সময় শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন,সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস,সাবেক সভাপতি কাজী শাহাদাত, মোহাম্মদ আলী ফ্যামিলি ফাউন্ডেশনের অন্যতম পরিচালক সাংবাদিক আলম পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur