পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে গরীব, অসহায়দের মাঝে খাবার বিতরণ

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাতা ইকরাম চৌধুরীর স্মরণে ও পত্রিকাটি ২৭তম বর্ষে পদার্পণ করায় গরীব, অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে শহরের কালিবাড়ি রেলওয়ে প্লাটফর্মে দৈনিক চাঁদপুর দর্পণ পরিবারের আয়োজনে অর্ধশত প্যাকেট খাবার বিতরণ করা হয়।

এসময় দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ শরীফ চৌধুরী, প্রধান সম্পাদক মুনীর চৌধুরী, নাট্য সংগঠক মাঈনুদ্দিন লিটন ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. ইয়াছিন ইকরাম চৌধুরী, সিনিয়র সহ- সভাপতি এস এম সোহেল, সহ-সভাপতি মাজহারুল ইসলাম অনিক, দপ্তর সম্পাদক মানিক দাস, প্রতিষ্ঠাতা সদস্য আলমগীর হোসেন পাটওয়ারী, সদস্য রায়হান বাবু ও বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস ফয়সালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিকেলে পত্রিকাটি ২৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার/ ২০ সেপ্টেম্বর ২০২৫