‘পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সমানভাবে গুরুত্বপূর্ণ’

লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সহনশীলতা অর্জন করতে পারে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর, তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, আজকের যুগে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সমানভাবে গুরুত্বপূর্ণ। কেবল ভালো ফলাফল অর্জন করলেই একজন শিক্ষার্থী পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠে না, বরং খেলাধুলার মাধ্যমে তারা শৃঙ্খলা, ধৈর্য ও প্রতিযোগিতামূলক মনোভাব শেখে, যা ভবিষ্যৎ জীবনে অত্যন্ত সহায়ক।”

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,
“তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই নিজেদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করতে হলে নিয়মিত খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে।” তিনি অভিভাবক ও শিক্ষকদের খেলাধুলায় শিক্ষার্থীদের আরও উৎসাহিত করার আহ্বান জানান।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমর কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ, চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক আজিজুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সায়েম ও এস এম জাকির হোসেন। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
২৬ জানুয়ারি ২০২৬