পঞ্চম ধাপে ৭২৯ ইউনিয়ন ভোট আজ

পঞ্চম ধাপের ৭২৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ উপলক্ষে ইতোমধ্যে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার দেওয়ার তথ্য অনুযায়ী, পঞ্চম ধাপে আওয়ামী লীগ প্রার্থী দিয়েছে ৭২৬ জন, বিএনপির ৬২৯ জন, জাতীয় পার্টির ১৭৭ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ২১ জন, বিকল্পধারা বাংলাদেশ ২ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ১৩ জন, ইসলামী আন্দোলন ১২২ জন, জাতীয় পার্টি ২ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ১১ জন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ৬ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ১ জন।

এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৫ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ৬ জন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের ৭ জন ও অন্যান্য ১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আবার স্বতন্ত্র থেকেও ১ হাজার ৫২৭ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।

ভোটগ্রহণ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী এলাকায় অবস্থান নিয়েছে। র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মিলিয়ে প্রায় দুই লাখ ফোর্স মোতায়েন করেছে ইসি।

পঞ্চম ধাপে আওয়ামী লীগের ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপিতে এবার ছয়ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে চার ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। আগামী ৪ জুন ষষ্ঠ ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে নবম ইউপি নির্বাচন শেষ হবে।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৫:০০ এএম, ২৭ মে ২০১৬, শুক্রবার
ডিএইচ

Share