পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ ওসি ফরিদগঞ্জের মো.শাহ্ আলম

পঞ্চমবারের মতো চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম (পিপিএম-বার)।

বুধবার (১২ নভেম্বর) চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গত অক্টোবর মাসে আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান, সর্বাধিক মাদক উদ্ধার, মাদক মামলা রুজু, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও অধিকতর মামলা নিষ্পত্তিতে সাফল্যের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আব্দুর রকিব (পিপিএম) ওসির হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ সব থানার ওসিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত অক্টোবর মাসে চাঁদপুর জেলার মধ্যে ফরিদগঞ্জ থানা আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সর্বাধিক সফলতা অর্জন করে। সেই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি পেলেন।

ওসি মো. শাহ্ আলম বলেন, ফরিদগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ আমাকে সহযোগিতা করেছেন। তাঁদের এই সহযোগিতার ফলেই আমি পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছি।

তিনি আরও বলেন, ফরিদগঞ্জ চাঁদপুর জেলার অন্যতম বৃহৎ জনবহুল উপজেলা। এখান থেকে মাদক ও সামাজিক অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।

প্রতিবেদক: শিমুল হাছান,
১২ নভেম্বর ২০২৫