Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ ওসি ফরিদগঞ্জের মো.শাহ্ আলম
ওসি

পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ ওসি ফরিদগঞ্জের মো.শাহ্ আলম

পঞ্চমবারের মতো চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম (পিপিএম-বার)।

বুধবার (১২ নভেম্বর) চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গত অক্টোবর মাসে আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান, সর্বাধিক মাদক উদ্ধার, মাদক মামলা রুজু, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও অধিকতর মামলা নিষ্পত্তিতে সাফল্যের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আব্দুর রকিব (পিপিএম) ওসির হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ সব থানার ওসিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত অক্টোবর মাসে চাঁদপুর জেলার মধ্যে ফরিদগঞ্জ থানা আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সর্বাধিক সফলতা অর্জন করে। সেই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি পেলেন।

ওসি মো. শাহ্ আলম বলেন, ফরিদগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ আমাকে সহযোগিতা করেছেন। তাঁদের এই সহযোগিতার ফলেই আমি পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছি।

তিনি আরও বলেন, ফরিদগঞ্জ চাঁদপুর জেলার অন্যতম বৃহৎ জনবহুল উপজেলা। এখান থেকে মাদক ও সামাজিক অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।

প্রতিবেদক: শিমুল হাছান,
১২ নভেম্বর ২০২৫