Home / চাঁদপুর / ‘তৃণমূলের মতামতবিহীন পকেট কমিটি গ্রহণযোগ্য হবে না’
তৃণমূলের মতামতবিহীন পকেট কমিটি গ্রহণযোগ্য হবে না

‘তৃণমূলের মতামতবিহীন পকেট কমিটি গ্রহণযোগ্য হবে না’

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম বলেছেন, ‘বিগত দিনগুলোতে যারা বিএনপির সকল আন্দোলন সংগ্রামে দলের হয়ে কাজ করেছে তাদের নিয়ে কমিটি গঠন করবেন। এছাড়া তৃণমূলের মতামত না নিয়ে কোনো পকেট কমিটি করা হলে তা গ্রহণযোগ্য হবে না’

বুধবার (৮ মার্চ) চাঁদপুর প্রেসক্লাবে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

উপজেলা বিএনপির সভাপতি আহসানুল হক ফটিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুনির চৌধুরী, কাজী গোলাম মোস্তফা, আজহারুল হক মুকুল, মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।

প্রধান অতিথি বলেন, ‘যে কোনো সময়য়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমনা অবৈধ সরকার পতন আন্দোলনের ডাক দিবে। তাই আগে থেকেই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে মতলবে সকল নেতাকর্মীকে পূর্বের ন্যায় সক্রিয় ভূমিকার রাখার আহ্বান। নিজ থেকে অন্তর দিয়ে যারা অন্দোলন সংগ্রামে বিএনপির সাথে থাকবে তাদের দলের বিভিন্ন কমিটিতে স্থান দিবেন।’

সভা শুরুতে স্বাগত বক্তব্যে মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি আহসানুল হক ফটিক অভিযোগ করে বলেন, এই সভাটি মতলব উত্তর উপজেলায় করার কথা থাকলেও বাধ্য হয়ে চাঁদপুরে করতে হচ্ছে। কারণ মতলব উত্তরে বর্তমান সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা দলীয় কোন কার্যক্রম করতে পাচ্ছেনা আপনারা ভালো ভাবেই জানেন। তাই আমরা বাধ্য হয়ে সভাটি চাঁদপুরে করতে বাধ্য হয়েছি। দলের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নূরুল হক জিতু।

সভায় আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইয়াসিন মোল্লা, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান আপেল, তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক একেএম তোফাজ্জল হোসেন লিটন, সহ-সাংগঠনিক রাশেদ হাসান টিপু, প্রচার সম্পাদক রাশেদুজ্জামান টিপু, কোষাধ্যক্ষ কাজী মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক গণি তপাদার, সুলতানাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সেলিম দেওয়ান, পশ্চিম ফতেপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাম হোসেন, পূর্ব ফতেপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল পাটওয়ারী, বাগানবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফয়েজ আহম্মদ, মোহনপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সিরাজুল আলম, সাদুল্যাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, এখলাছপুর ইউনিয়ন বিএনপির যু¥-আহ্বায়ক হারুনুর রশিদ, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান, ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক নান্নু গাজী, কলাকান্দা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সলিম উল্লাহ সেলিম, বিএনপি নেতা সাইফুল ইসলাম সোহেল, ছাত্রদল নেতা খায়রুল হাসান বেনু, মেহেদী হাসান ইমু প্রমুখ।

সভায় সাবেক প্রতিমন্ত্রী ও চারবারের সংসদ সদস্য মরহুম নুরুল হুদা, বৃহত্তর মতলব বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম গোলাম হোসেন চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আতিক উল্লাহ আতিক, সাবেক সাধারণ সম্পাদক আফজাল জাহান কামাল, সিদ্দিকুর রহমান দেওয়ানর্জী, বর্তমান কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ কাকনসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল মরহুম নেতাকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মতলক দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এমদাদ হোসেন খান, সহ-সভাপতি সফিকুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন মিলন, মতলব দক্ষিণ পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, সহ-সভাপতি জাকির হোসেন প্রধান, সাধারণ সম্পাদক সোয়েব আহমেদ, সংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, যুবদল নেতা মোজাহিদুল ইসলাম কিরণসহ মতলব উত্তর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

করেসপন্ডেন্ট
।। আপডটে,বাংলাদশে সময় ০৯ : ৫৮ পিএম, ০৮ মার্চ ২০১৭ বুধবার

এইউ

Leave a Reply