আগামী জাতীয় নির্বাচনে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইল থেকে ভোটে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মঙ্গলবার (২৯ মে) একনেক সভা পরবর্তী ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তবে মাশরাফি কোন সংসদীয় আসন থেকে এবং কোন দল থেকে অংশ নেবেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি পরিকল্পনামন্ত্রী।
পরে পরিকল্পনামন্ত্রী আরো বলেন, আমি সব জানি। কিন্তু এখন বলব না। রোজার দিন, তাই মিথ্যা বলতে পারব না। এ বিষয়ে এখন আর কিছুই বলব না।
তবে মাশরাফি এ বছর ভোট করতে চাইবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, আমিও তো খেলার সঙ্গে রয়েছি, নির্বাচনও করেছি।
পরিকল্পনামন্ত্রীর বক্তব্যের বিষয়ে মাশরাফির তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। সমাজকল্যাণে নামলেও নির্বাচনে অংশ নেওয়া কিংবা না নেওয়ার বিষয়ে সবসময় নীরব থেকেছেন এই ক্রিকেটার।
(কালের কন্ঠ)
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur