বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা কৌশিককে সংবর্ধনা দিয়েছেন ভক্তরা। শনিবার বিকেল ৪টায় নড়াইল মাশরাফি বিন মর্তজা ফ্যান্স ক্লাবের আয়োজনে শহরের মহিষখোলায় মাশরাফির মামার বাড়িতে এই সংবর্ধনা দেয়া হয়।
নড়াইল, মাগুরা, যশোর, খুলনা, বাগেরহাটসহ দেশের ২৫টি জেলার মাশরাফি ভক্তরা অনুষ্ঠানে অংশ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাশরাফির বাবা গোলাম মর্তজা স্বপন, মাশরাফির মামা মো. নাহিদুর রহমানসহ পরিবারের লোকেরা। ভক্তরা তাদের প্রিয় কৌশিক ভাইকে বাংলাদেশ ক্রিকেট দলের এই সফল অধিনায়ককে ক্রেস্ট উপহার দেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ক্ষুদে মাশরাফি ভক্তরা মাশরাফিকে কাছে পেয়ে বিভিন্ন প্রশ্ন করে। সব ভক্তদের প্রশ্নের উত্তর দেন মাশরাফি। এসময় ক্ষুদে ভক্তদের সঙ্গে প্রায় ৩০ মিনিট একান্ত সময় দেন মাশরাফি।
ঈদের এই ব্যস্ত সময়ে দূর দুরান্ত থেকে দেখতে আসায় ভক্তদের ধন্যবাদ জানান মাশরাফি এবং পরে সব ভক্তের সঙ্গে ছবি তোলেন। জাতীয় দলের সফল অধিনায়ক মাশরাফি দেশের ক্রিকেটের সাফল্যে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৭:০০ এএম, ১০ জুলাই ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur