এক টেস্টে মুশফিকের সঙ্গে এমন ঘটনা ঘটেছে দুইবার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অভিষেক টেস্টে মাঠে মুশফিকের এক ক্ষুদে ভক্ত মাঠে ঢুকে মুশফিককে জড়িয়ে ধরেছিল। ১০/১২ বছর বয়সের এই ভক্ত নিরাপত্তা ভেদ করে গ্যালারির গ্রিল টপকে মাঠে ঢুকে পড়ে।
এমন ঘটনা আজ আবারো ঘটল। ঘটনাটি ঘটে আজ সোমবার (০৫ নভেম্বর) টেস্ট ম্যাচের তৃতীয় দিনে তাইজুলের দশম উইকেট লাভের পর। কল্লোল দেবনাথ নামের এক দর্শক আজ লোহার প্রাচীর ডিঙিয়ে মাঠের সীমানায় প্রবেশ করে দৌড়ে গিয়ে মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরেন। সে ২১ শাহ পরান এলাকার বিএস দেবনাথের ছেলে ও সিলেট ক্যান্টনমেন্ট স্কুলের দশম শ্রেনীর ছাত্র।
এদিকে এ প্রসঙ্গে স্টেডিয়ামের নিরাপত্তা ইনচার্জ নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) জাবেদুর রহমান বলেন, ‘স্টেডিয়ামের অভ্যন্তরে নির্দিষ্ট দূরত্বে পুলিশ কর্তব্যরত ছিল। কিন্তু পুলিশের কর্তব্যস্থলের দূরত্বের মাঝামাঝি স্থান দিয়ে তরুণটি প্রবেশ করেন।’
আইসিসি’র আইন লঙ্ঘন করায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
বার্তা কক্ষ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur