ন্যাশনাল ব্যাংক পিএলসির মাসব্যাপী ডিপোজিট মোবিলাইজেশন ক্যাম্পেইন

‘উত্তরণ- ঘুরে দাঁড়াই, অটুট বিশ্বাসে’ এই শ্লোগানে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংক পিএলসির মাসব্যাপী ডিপোজিট মোবিলাইজেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই মঙ্গলবার দুপুরে ন্যাশনাল ব্যাংক চাঁদপুর নতুন বাজার শাখায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংক পিএলসি’র তৃতীয় সাব-অর্ডিনেটেড বন্ড বিনিয়োগ কর্মসূচি’র সফল সমাপ্তি উপলক্ষে গ্রাহকদের মাঝে ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেন, সংকটকালীন সময়ে গ্রাহকদের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। ব্যাংকটি কীভাবে ঘুরে দাঁড়াতে চায় তার বিস্তারিত তুলে ধরেন ব্যাংকটির কর্মকর্তাগণ। তাছাড়া গ্রাহকদের মাঝেও সচেতনতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়।

উৎসবমুখর এ আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা আঞ্চলিক প্রধান ইস্কান্দার আলী ফকির, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর শাখার এভিপি এবং ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম।

ব্যাংকের চাঁদপুর শাখার অপারেশন ম্যানেজার রেজাউল করিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু। গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ বিশ্বনাথ পোদ্দার এবং চাঁদপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোপাল চন্দ্র সাহা।

আমন্ত্রিত অতিথির বক্তব্যে ন্যাশনাল ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা আঞ্চলিক প্রধান ইস্কান্দার আলী ফকির বলেন, ন্যাশনাল ব্যাংক কোন এনজিও প্রতিষ্ঠান নয়। এটি বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক। দেশের অর্থনীতিতে ন্যাশনাল ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে উল্লেখযোগ্য অবদান রাখছে। গ্রাহকদের আস্থা এবং ভালোবাসাই আমাদের ব্যাংকের উন্নয়নের মূল চাবিকাঠি। তাই আমরা সবসময় গ্রাহকদের সাথে নিয়েই আগামীর ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে চাই। গ্রাহকদের আস্থা ধরে রাখতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছি।

তিনি আরো বলেন, চাঁদপুর শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং শিল্প-সাহিত্যে একটি সমৃদ্ধ জেলা।‌ এখানকার গ্রাহকগণ অত্যন্ত ভালো এবং দায়িত্বশীল। ‌আর এখানে কর্মরত আমার সহকর্মীরাও অনেক মেধাবী, পরিশ্রমী এবং দায়িত্বশীল। এ জন্যই অন্যান্য এলাকার মতো এখানকার ব্যাংকে কোনো সমস্যা হয়নি। আমি গ্রাহকদের আশ্বস্ত করতে চাই, এই ব্যাংক থেকে আপনারা প্রয়োজন মত টাকা উত্তোলন করতে পারবেন। বৈদেশিক রেমিটেন্সও আমরা সাথে সাথে গ্রাহকদের হাতে তুলে দেবো। আপনারা আমাদের প্রতি বিশ্বাস রেখে আমাদের হাতকে শক্তিশালী করুন। আমরা দেশের স্বার্থে কিছু করতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। তিনি ব্যাংকটি বিরাজমান সংকট থেকে কীভাবে বেরিয়ে আসবে, কীভাবে গ্রাহকের আস্থা ফিরে পাব এবং কীভাবে গ্রাহক তার প্রত্যাশিত আমানত তুলতে পারবে সে বিষয়ে ব্যবস্থাপনা পরিচালকের দিক নির্দেশনা গ্রাহকদের মাঝে তুলে ধরেন।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম তার বক্তব্যে বলেন, ন্যাশনাল ব্যাংক বাংলাদেশের সবচেয়ে পুরনো একটি বেসরকারি ব্যাংক। দীর্ঘকাল ধরে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা এবং বিশ্বাস নিয়ে তার কার্যক্রম পরিচালনা করছে। সাম্প্রতিক সময়ে দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে ব্যাংকটির গ্রাহক সেবা কার্যক্রম কিছুটা ভিন্ন ঘটছে। তবে ধীরে ধীরে তারা এই সংকট কাটিয়ে উঠছে। আমরা আশা করব ব্যাংকটি অতীতের ন্যায় আগামীতেও গ্রাহকদের আস্থা এবং ভালোবাসা ধরে রাখতে সক্ষম হবে।

স্টাফ রিপোর্টার, ২২ জুলাই ২০২৫