‘ন্যায়ের সমাজ প্রতিষ্ঠিত হলে সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে’

“যখনই আমরা মানুষের কাছে আসতে চেয়েছি, তখনই আমাদের উপর নানান অপবাদ দেওয়া হয়েছে। গোপন মিটিংয়ের অজুহাত দিয়ে বিয়ের আসর থেকেও আমাদের ভাইদের তুলে নেওয়া হয়েছে। বুলডোজার দিয়ে আমাদের ভাইবোনের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে। ওরা একটা পথ বন্ধ করেছে, আল্লাহ আমাদের জন্য দশটা পথ খুলে দিয়েছেন। তারই প্রমাণ আজকের এই পট পরিবর্তন। বিবেক কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। ভোটাধিকার হরনসহ জুলুমের প্রতিবাদ স্বরুপ মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জামায়াত আল্লাহ প্রদত্ত বিধানের আলোকে সমাজ পরিবর্তন করতে চায়। ন্যায়ের সমাজ প্রতিষ্ঠিত হলে সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে। তাই জামায়াতের পতাকা তলে নির্দ্বিধায় ঐক্যবদ্ধ হোন।”

ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চাঁদপুর-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর আবু তাহের তালুকদারের সভাপতিত্বে এবং পৌরসভা জামায়াতের যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, “দেশে উন্নয়নের অধিক দূর্নীতি হয়েছে। আমরা একটি দুর্নীতিমুক্ত, সুখী, সমৃদ্ধ, জনকল্যাণমূলক বাংলাদেশ গড়তে চাই। যারা আল্লাহকে প্রকৃত অর্থেই ভয় করে তাদের কাছেই দেশ এবং দেশের মানুষ নিরাপদ। দেশে সৎ, খোদাভীরু, দক্ষ নেতৃত্বের সংকট। সে সংকট পূরণে কাজ করছে জামায়াত। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই স্লোগান জনে জনে, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের জেলা মানবসম্পদ বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত আমীর আবুল হোসাইন, সাবেক আমীর আব্দুল মান্নান খান, ইউনুছ হেলাল, পৌরসভা জামায়াতের আমীর মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, পৌরসভা কর্মপরিষদ সদস্য শাহ মো. মহিবউল্যাহ, চাঁদপুর শহর জামায়াতের সাধারণ সম্পাদক মো. শেখ বেলায়েত হোসেন, ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা সভাপতি মহররম আলী, সাবেক সভাপতি আকরামুল ইসলাম, ফরিদগঞ্জ শহর সভাপতি মাহমুদ মীর প্রমুখ।

প্রতিবেদক: শিমুল হাছান, ৮ অক্টোবর ২০২৪

Share