জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির আজ জন্মদিন। পারিবারিকভাবেই কেটেছে তার জন্মদিনটি। বছরজুড়েই আলোচনায় ছিলেন তিনি। ডুবে ছিলেন কাজে। সমানে গেয়েছেন। কি চলচ্চিত্রে, কি অ্যালবামে। গানের পাশাপাশি পিয়ানোটাও রপ্ত করেছেন এ বছরই। খুলেছেন নিজের ওয়েবসাইট, পেয়েছেন ফেসবুক, হোয়াটসআপ, ভাইবার, গুগল প্লাস পাবলিক ফিগার পেজের ভেরিফাইড স্বীকৃতি। প্রাপ্তির খাতায় যোগ হয়েছে আরো কয়েকটি রঙিন পৃষ্ঠা।
পিয়ানোয় হাতেখড়ি
ন্যান্সির বছরটা শুরু হয়েছিল পিয়ানোর সঙ্গে। টুং টাং শব্দে আঙুল বুলানো শুরু করেন জানুয়ারিতে। রোজ রোজ রুটিন করে ক্লাস করেছেন। দিনে দিনে হাতটা পাকাচ্ছেন। একবছরে কতোটা শিখলেন? জানালেন, ‘শেখার তো শেষ নেই। এখনো পিয়ানো শিখছি। কয়েকদিন ক্লাস করে একটা পিয়ানো কিনে ফেলেছিলাম। বাসায় ট্রাই করি। আমি কিন্তু স্ট্রেজে বাজানোর জন্য শিখছিনা। মিউজিকের নলেজটা বাড়াতে শিখছি। অনেক শিল্পীর যন্ত্র নিয়ে খুব একটা ধরণা নাই। তাই যন্ত্রের কোন ত্রুটি থাকলে ধরতে পারিনা। তাই এসব জেনে রাখা দরকার।’
দুষ্টু ছেলে
বছরের শুরুতেই প্রকাশ করেছিলেন অ্যালবামটি। ‘দুষ্টু ছেলে’ নামে অ্যালবামটিতে ছিল আটটি গান। প্রত্যেকটি গানই হিট! গানগুলোর শিরোনাম ‘মেঘের উল্লাস’, ‘স্বপ্ন ডানা’, ‘বনমালী’, ‘ভুল মানুষ’, ‘দুষ্টু ছেলে’, ‘নেকড়ের গর্জন’ ও ‘নির্ঘুম রাত’। ছিল নজরুলের গানও। শিরোনাম ‘তোমার আকাশে উঠেছিনু চাঁদ’। অ্যালবামটি তার ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করেছে। পেয়েছেন ভক্তদের ভালোবাসা।
অর্ন্তজালে ন্যান্সি
মে মাসে নিজের ওয়েবসাইট খুলছিলেন তিনি। সাইটির ঠিকানা ‘www.nmnancy.com’। তার ব্যক্তিগত জীবন ও গান নিয়ে সাজানো হয়েছে সাইটটি। এতে ঢুঁ মেরে ভক্তরা তার সর্বশেষ সঙ্গীত আয়োজনের খোঁজখবর জানতে পারেন। পাশাপাশি দেখতে পাবেন তার জনপ্রিয় গানগুলোর মিউজিক ভিডিও। পাশাপাশি তার গান নিয়েও মন্তব্য করতে পারেন শ্রোতারা। সাইটটি খোলার কারণ জানালেন, ‘ভার্চুয়ালি আমি খুব একটা অ্যাক্টিভ ছিলামনা। কিন্তু ফেসবুকে আমার কিছু ফেক আইডি ছিল কয়েকটা। সেখান থেকে ভূল তথ্যসম্বলিত পোস্ট দেয়া হতো। এতে ভক্তরা বিভ্রান্ত হতো। বিভ্রান্তি দুর করতেই সাইটটটি করা।’
আত্মজীবনী লেখার গুজব
‘আত্মজীবনী লিখছেন ন্যান্সি’-এমন খবর রটেছিল কাগজে। চলতি বছর তার বরাত দিয়ে জানানো হয়েছিল, আত্মজীবনী লেখার কাজে হাত দিয়েছেন তিনি। কিন্তু বাংলামেইল থেকে যোগাযোগ করা হলে তিনি জানালেন, ‘খবরটা সত্য নয়। আমি কোন আত্মজীবনী লিখছিনা। মানুষ আত্মজীবনী লেখে শেষ বয়সে। আমার তো সবে শুরু! মাঝে মাঝেই এমন গুজব রটে। মাঝখানে রটেছিল, আমি নাকি শাকিব খানের সঙ্গে সিনেমা করবো। আমি তো ক্যামেরার পেছনের লোক আমি কেন সিনেমা করবো। সত্যি বলতে নিজেকে সবার আগে কন্ঠশিল্পী পরিচয় দিতেই ভালোবাসি। এর বাইরে মনোযোগ দিতে পারিনা।’
হিন্দি গান
এ বছরই হিন্দি গানে অভিষেক হয় তার। ‘রিম ঝিম সাওয়ান’ শিরোনামে শ্রেয়া ঘোষালের গানটিতে কন্ঠ দিয়েছেন তিনি। গানটি বেশ সাড়া ফেলেছিল। ২০ জুন তার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হয়েছিল।গানটি গাওয়ার আগে হিন্দি ভাষাটা বেশ রপ্ত করে নিয়েছিলেন তিনি।
শীতার্ত মানুষদের পাশে
শিল্পী হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতাও আছে তার। তাই পাশে দাড়িয়েছেন শীতার্ত মানুষদের। নিজের অর্থে এবার শীতবস্ত্র বিতরণ করছেন তিনি। ইতিমধ্যে ৫০০ শীতবস্ত্র ও ৫০টি কম্বল বিতরণ করে ফেলেছেন। এবার তার পাশে ছিলেন চিত্রনায়ক শাকিব খান।
নতুন অ্যালবাম
দুষ্টু ছেলের পর নতুন আরেকটি অ্যালবামের কাজ শুরু করেছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে অ্যালবামটি প্রকাশ হবে। তবে নাম এখনো ঠিক হয়নি। ছয়টি গানের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি গানগুলোর কাজ শিগগিরই শেষ করবেন তিনি। সবগুলো গানের কথা লিখছেন আহমেদ রিজভী। সুর করেছেন শওকত আলী ইমন, নাজির মাহমুদ, শফিক তুহিন ও মুশফিক লিটু।
২০১৫ সালের প্রাপ্তি
নিজেই শোনালেন এই বছরে নিজের প্রাপ্তির গল্প, ‘শুরুতেই বের হলো অ্যালবাম ‘দুষ্টু ছেলে’। ভালো সাড়া পেয়েছিলাম। এছাড়া বেশ কিছু মিক্স অ্যালবামে, ফিল্মে কাজ করেছি। এর মধ্যে ‘ওয়ার্নিং’ মুভির গানটা ‘শোন তুমি’টায় শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। এছাড়া হাবীবের সঙ্গে অনেকদিন পর ‘ভালো করে ভালোবাসাও হলো না’ গেয়েছি। অনেকে পজেটিভ প্রতিক্রিয়া জানিয়েছেন। মাঝখানে স্ট্রেজ শো অনেক শোও করছি। আগের চেয়ে স্টেজ শো বেড়েছে। প্রত্যেকদিন কোন না কোন শো করছি। কাজ করছি। সবমিলিয়ে ব্যস্ততম একটা বছর কেটে গেল। সামনে বছর আপনার পরিকল্পনা কি? ‘প্ল্যান করে কোন কাজ করিনা। আগে থেকেই ভাবিনা এটা করতে চাই, সেটা করতে চাই। আমার প্রত্যাশা খুব কম থাকে। তাই যা পাই তাতেই অনেক আনন্দিত হই। সামনে বছর নিয়ে একটুকু বলবো, খুব ভালো না গেলেও খারাপ যেন না যায়।’
স্বামীর সাথে পারিবারিক জীবনগল্প নিয়ে টিভি টকশোতে ন্যান্সি, ভিডিও…..
নিউজ ডেস্ক ।। আপডেট : ১0:১৩ এএম, ১৪ ডিসেম্বর ২০১৫, সোমবার
ডিএইচ