শরীয়তপুর ও চাঁদপুর নৌরুটে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃৃপক্ষ। কুয়াশার ঘনত্ব কমে গেলে শনিবার ৩১ ডিসেম্বর সকাল ৯ টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের নরসিংহপুর ঘাটের ম্যানেজার মো.ইকবাল হোসেন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১২ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় ১৪ টি ট্রাক নিয়ে পদ্মা নদীতে কামেনি ও কুমারী নামের দু’টি ফেরি নোঙর করে রাখা হয়।
সকাল ৯ টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু হয় বলে জানান তিনি।
৩১ ডিসেম্বর ২০২২
চাঁদপুর টাইমস
এজি