বাংলাদেশ সুপ্রীম কোর্ট জাজেস কর্ণার ফ্যামিলি ডে নৌ-বিহার ভ্রমণে চাঁদপুরে এসেছেন নবাগত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বাংলাদেশ সুপ্রীম কোর্ট জাজেস কর্ণার ফ্যামিলি ডে’র অংশ হিসেবে শনিবার (১০ ফেব্রæয়ারি) বেলা ১২টায় তিনি চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছেন। এর আগে আনন্দ তরী এম.ভি সাতিল আরব লঞ্চে ঢাকা সদরঘাট ভিআইপি টার্মিনাল হতে চাঁদপুরে ভ্রমণ করেন।
এ সময় বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন চাঁদপুর লঞ্চঘাট এসে পৌঁছলে তাকে স্বাগত জানান চাঁদপুরের জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ।
এসময় পুলিশ বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান, চাঁদপুরের পুলিশ সুপার সামসুন্নাহার। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়াশা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের নৌ-পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, এনডিসি মঈনুল হক, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালি উল্যাহ অলি প্রমুখ।
পরে দুপুর ২টায় ঢাকার উদ্দেশ্যে আনন্দ তরী এম.ভি সাতিল চাঁদপুর লঞ্চঘাট ত্যাগ করেন।
আহম্মদ উল্যাহ
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur