চাঁদপুর হাইমচরে উপজেলার নীলকমল নৌ ফাঁড়ির অভিযান অব্যাহত রয়েছে। ১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত ২০দিনে উল্লেখযোগ্য কয়েকটি অভিযান পরিচালনা করেছে নীলকমল নৌ ফাঁড়ি। অসাধু জেলেদের দমন করতে নদীতে নিয়মিত অভিযান করছে নীলকমল নৌ ফাঁড়ি পুলিশ।
নৌ ফাঁড়ি সূত্র জানা যায়, নীলকমল নৌ ফাঁড়ির অভিযানে ১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত ২০দিনে ২৩ লাখ বর্গ মিটার কারেন্ট জাল, ৩৩ জন জেলে, মোবাইল কোর্ট ২টি, মৎস্য সংরক্ষন আইনে নিয়মিত মামলা ২টি, সাজা ৫টি ও অর্থদন্ড ২টি দেয়া হয়। এছাড়া ২টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ ও ৪ টি নৌকা ধ্বংস করা হয়। আর জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
নীলকমল নৌ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল জানায়, অসাধু জেলেরা নদীতে নামলেই আইনী ব্যবস্থা নেয়া হবে। হাইমচর উপজেলায় কোন অসাধু জেলেকে নদীতে নামতে দেয়া হবে না। পুলিশের পক্ষে একা জাটকা নিধনকারীদের আইনের আওতায় আনা সম্ভব নয়।
সকলে যে যার অবস্থান থেকে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। জাটকা নিধনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট,২১ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur