সারাদেশ

নৌ-পরিবহনেও ভাড়া ৬০% বৃদ্ধি

সরকারি নির্দেশনা মেনে অর্ধেক যাত্রী বহনের শর্তে নৌ-পরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার থেকেই এই ভাড়া কার্যকর হচ্ছে।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সচিবালয়ে এক ব্রিফিংয়ে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ কথা জানান।

তবে বর্ধিত ৬০ শতাংশ ভাড়া কেবিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে তিনি জানান।

এর আগে বাস ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়। বুধবার থেকে অর্ধেক যাত্রী বহনের শর্তে এই ভাড়া কার্যকর হয়। এছাড়া ট্রেনের টিকিটও অর্ধেক বিক্রির নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে দুই সপ্তাহের জন্য ১৮টি সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে- গণপরিবহনে স্বাস্থ্যবিধি পালন এবং ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহন।

এর আগে করোনা মহামারীর কারণে গত বছর বাসে অর্ধেক আসন ফাঁকা রাখার সিদ্ধান্ত হলে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছিল। তবে ভাড়া বাড়ানো হলেও অর্ধেক যাত্রী নেওয়ার সিদ্ধান্ত অনেক গণপরিবহনই মানেনি বলে অভিযোগ রয়েছে।

বার্তাকক্ষ, ০১ এপ্রিল, ২০২১;

Share