Home / চাঁদপুর / নৌ-ধর্মঘটে চাঁদপুরে যাত্রীদের দুর্ভোগ
নৌ-ধর্মঘটে চাঁদপুরে যাত্রীদের দুর্ভোগ

নৌ-ধর্মঘটে চাঁদপুরে যাত্রীদের দুর্ভোগ

চাঁদপুরে নৌ-যান শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সারা দেশের ন্যায় চাঁদপুরে শ্রমিকদের কর্মবিরতি চলছে। ২০ এপ্রিল বুধবার রাত ১২টার পর থেকে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি শুরু হয়।

ফলে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকার লঞ্চযাত্রীরা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন।  বৃহস্পতিবার সকালে চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, যাত্রীবাহী লঞ্চশূন্য লঞ্চঘাট।

শ্রমিক নেতা মো. হারুনুর রশিদ চাঁদপুর টাইমসকে জানায়, নৌ-শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সারা দেশের ন্যায় চাঁদপুরেও আমরা কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি মানা না হলে আগামিতে আরো কঠোর আন্দল ঘোষনা করা হবে।

লঞ্চ মালিক প্রতিনিধি রুহুল আমিন চাঁদপুর টাইমসকে জানায়, নৌ-যান শ্রমিকদের কর্মবিরতির পলে বুধবার রাত ১২টার পর থেকে চাঁদপুর লঞ্চঘাট হতে ঢাকা বা দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে কোনো নৌযান ছেড়ে যায়নি।

চাঁদপুর থেকে ঢাকাগামি লঞ্চযাত্রী আবুল হোসেন চাঁদপুর টাইমসকে জানায়, হঠৎ করে লঞ্চ চলাচল বন্ধ হওয়ার আমার ভোগান্তির স্বিকার হচ্ছি। তাদের দাবি অতিশ্রিগ্রই এই কর্মবিরতি উঠিয়ে দিয়ে যত্রিদের ভোগান্তির হাত থেকে রক্ষা করা হোক।

প্রসঙ্গত, আজ (বৃহস্পতিবার ) বিকেলে শ্রমিক নেতৃবৃন্দের সাথে লঞ্চ মালিক প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

]আশিক বিন রহিম[/author]

: আপডেট ৫:২৭  পিএম, ২১ এপ্রিল  ২০১৬, বৃহস্পতিবার

ডিএইচ