বাংলাদেশ নৌবাহিনীর প্রথম প্রধান ক্যাপ্টেন (অব.) নুরুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২৬ জানুয়ারি মঙ্গলবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
উইকিপিডিয়া থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ক্যাপ্টেন (অব.) নুরুল হক বাংলাদেশ নৌবাহিনীর প্রথম অস্থায়ী প্রধান ছিলেন। ১৯৬৯ সালে পাকিস্তান নৌবাহিনীর কমোডর পদে থেকে অবসরগ্রহণ করেন।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নবনির্বাচিত নৌবাহিনীকে নেতৃত্ব দেন। তিনি দেশ স্বাধীনের পর ৭ এপ্রিল ১৯৭২ থেকে ৬ নভেম্বর ১৯৭৩ সাল পর্যন্ত নৌবাহিনীর প্রধান ছিলেন। নুরুল হক বাংলাদেশের সাবেক নৌমন্ত্রী ছিলেন।
ঢাকা ব্যুরো চীফ,২৬ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur