বাংলাদেশ নৌবাহিনীর কমিশন্ড অফিসার ২০১৬-বি ডিইও ব্যাচে ‘অ্যাক্টিং ইনস্ট্রাক্টর সাব লেফটেন্যান্ট’ পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ১২ জুলাই উপস্থিত থাকতে পারেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
শাখার নাম: শিক্ষা শাখা (সিভিল ইঞ্জিনিয়ার)-পুরুষ
পদের নাম: অ্যাক্টিং ইনস্ট্রাক্টর সাব লেফটেন্যান্ট
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক
বয়স: ০১ জুলাই ২০১৬ তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি।
বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত
বেতন: সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো
মনোনয়ন পদ্ধতি
স্বাস্থ্য পরীক্ষা: ১২ জুলাই ২০১৬
সময়: সকাল ৯টা
স্থান: বিএন কলেজ, মিরপুর-১৪, নাবিক কলোনী, ঢাকা।
লিখিত পরীক্ষা: ১২ জুলাই ২০১৬
সময়: বিকেল ৩টা
স্থান: বিএন কলেজ, মিরপুর-১৪, নাবিক কলোনী, ঢাকা।
চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: ১৪ জুলাই ২০১৬
স্থান: বিএনএস হাজী মহসীন, ঢাকা সেনানিবাস।
আবেদনপত্র সংগ্রহ
ফি জমাদান: বিএন রিক্রুটমেন্ট ফান্ড, ট্র্যাস্ট ব্যাংক প্রিন্সিপ্যাল ব্রাঞ্চ
আবেদন ফি: ৭০০ টাকা
আবেদন জমাদান: পরীক্ষা কেন্দ্র থেকে সংগ্রহ করে জমা দিতে হবে।
বিস্তারিত: নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত নৌবাহিনীর ওয়েবসাইট www.joinnavy.mil.bd থেকে জানতে পারবেন।
সূত্র: কালের কণ্ঠ, ২৯ জুন ২০১৬