Home / জবস / পঞ্চম শ্রেণি পাসে নৌবাহিনীতে চাকরির সুযোগ
পঞ্চম শ্রেণি পাসে নৌবাহিনীতে চাকরির সুযোগ

পঞ্চম শ্রেণি পাসে নৌবাহিনীতে চাকরির সুযোগ

জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিষ্ঠানটি ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), মেডিকেল, প্যাট্রলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ), টোপাস পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি।

পদের নাম

ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), মেডিকেল, প্যাট্রলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ), টোপাস।

যোগ্যতা

ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)।

এসএসসি/সমমান, বিজ্ঞান বিভাগে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। এসএসি পরীক্ষায় উচ্চতর গণিত প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।

মেডিকেল

জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান পরীক্ষায় ন্যূনতম ৩.০০ থাকতে হবে।

প্যাট্রলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ)

এসএসসি/সমমানের সব বিভাগে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।

টোপাস

ন্যূনতম পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

অযোগ্যতা

বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে আবেদন করতে পারবেন না। সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত/বহিষ্কৃতরা আবেদন করতে পারবেন না।

আবেদন প্রক্রিয়া, আবেদনের সময়সীমা জানতে ভিজিট করুন : bangladesh.gov.bd

নিউজ ডেস্ক
: : আপডেট, বাংলাদেশ ০১ : ১৯ পিএম, ০৩ অক্টোবর, ২০১৭ সোমবার
এইউ

Leave a Reply