চাঁদপুরের হাইমচরে মেঘনায় কোষ্টগার্ডের অভিযানে ৫০ হাজার মিটার জালসহ ২টি নৌকা জব্দ করা হয়েছে। শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন কোষ্টগার্ড।
কোষ্টগার্ড সূত্রে জানা যায়, কোষ্টগার্ড সিসি মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে গাজিপুর, নীলকমল, হাইমচর ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন হাইমচর কোষ্টগার্ড কর্মকর্তাবৃন্দ। অভিযান চলাকালীন সময়ে মেঘনায় ইলিশ নিধনকালে অসাধু জেলেদের ধাওয়া করলে জেলেরা জাল ও নৌকা রেখে পালিয়ে যায়। ঐখান থেকে ২টি নৌকাসহ ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়।
অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারি সজিব দাসসহ কোষ্টগার্ডের কর্মকর্তা বৃন্দ।
কোষ্টগার্ড সিসি মো. শাহাদাত হোসেন জানান, ‘মেঘনায় অভিযান পরিচালনা করে আমরা ২টি ইঞ্জিন চালিত নৌকাসহ ৫০ হাজার মিটার জাল জব্দ করেছি। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করে দেয়া হয়েছে। নৌকা দুটি জব্দ করেছি।’
প্রতিবেদক: বিএম ইসমাইল