আসন্ন চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম মিয়াজিকে বিজয়ী করার লক্ষ্যে শনিবার (২৯ অক্টোবর) প্রচার-প্রচারণার সমাপনি দিনে একাধিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকগুলোতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা অংশ নেন।
সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ইউনিয়নের ৮৩ নং উত্তর পূর্ব সাবদী সপ্রবি মাঠ, রাণীর বাজার ও ফরাক্কাবাদ স্কুল মাঠসহ একাধিক স্থানে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী।
প্রধান অতিথি বলেন, দেশে ‘এখন উন্নয়নের জোয়ার বইছে। আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে একটি উন্নয়নে মডেল রাষ্ট্র। উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে এই ইউনিয়নে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। আমরা কথা দিচ্ছি আগামি ৩১ অক্টোবর আপনারা নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে পারলে এই ইউনিয়নের এক ইঞ্চি রাস্তাও কাঁচা থাকবে না।’
ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সফিকুর রহমান শেখে ও জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি দেলোয়ার হোসেন রতনের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ হাসান লিটন, সাবেক ছাত্রলীগ নেতা ফেরদোস মোরশেদ জুয়েল, আতাউর রহমান পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদ ফারুক ভূইয়া ও নৗকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম মিজি, জেলা যুবলীগ নেতা গাজি আ. গণি, বালিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি রফিকউল্লাহ পাটওয়ারী, সাধারণ সম্পাদক হান্নান মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মিজান মিঝি, ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক দীপু মিজি, সহ-সভাপতি জাকির হোসেন বহরদার, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাহাঙ্গির হোসেন নবীর, যুগ্ম আহ্বায়ক আরিফ তালুকদার প্রমুখ।