ফরিদগঞ্জে নৌকা প্রার্থীর কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকের অস্থায়ী নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ায় রিটার্নিং কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেছে।

২৭ ডিসেম্বর সোমবার রাতে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়।

অভিযোগের আলোকে জানাযায়, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম (আনারস), আবু তাহের পাটওয়ারী (হুন্ডা), তোফায়েল ইসলাম পাটওয়ারী (চশমা) গোপনে জোট ভুক্ত হয়ে রাতের আঁধারে ৩ নং ওয়ার্ডে নৌকা প্রতিকের অস্থায়ী কার্যালয় পুড়িয়ে দেয় এবং নৌকা প্রতিকের কর্মী ফয়সাল রিপনের নাম উল্লেখ করে উইকেট পেলে দিবে বলে হুমকি দিয়ে আসছে। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছে নৌকা প্রতিকের প্রার্থী আলাউদ্দিন পাটওয়ারী।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নৌকা প্রতিকের প্রার্থী আলাউদ্দিন পাটওয়ারী বলেন, স্বতন্ত্র ৩ প্রার্থী আঁতাত করে রাতের আঁধারে নৌকা প্রতিকের ৩ নং ওয়ার্ডের অস্থায়ী নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়েছে এবং আমার কর্মীদের বিভিন্ন ভাবে প্রান নাশের হুমকি দিয়ে আসছে আমি রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে তোফায়েল ইসলাম পাটওয়ারী বলেন, আমি ঘটনা সম্পর্কে আমি অবগত না এবং কাঁদা ছোড়াছুড়ি কারো শোভনীয় নয়।

প্রতিবেদক: শিমুল হাছান, ২৮ ডিসেম্বর ২০২১

Share