Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে নৌকা প্রার্থীর ওপর হামলার অভিযোগ
নৌকা

হাজীগঞ্জে নৌকা প্রার্থীর ওপর হামলার অভিযোগ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১ নম্বর হাটিলা পশ্চিম ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম মুজিবুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে।

১৫ ডিসেম্বর বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলা সদর হাসপাতালে তাকে আহত অবস্থা ভর্তি করানো হয়। আহত পরিবারের পক্ষ থেকে বলছেন, তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হয়েছে। এতে তার চোঁখের পাশ ও কানের অংশে চোট লেগে গুলি বের হয়ে যায়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহেল আহমেদ চিশতী বলেন, ‘গুলি ছোড়ার বিষয়টি পুরোপুরি ভাবে নিশ্চিত করতে পারেনি।’

নৌকার কর্মী মহসিন মোল্লা বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে মুজিবুর রহমানের বাসভবনে মই দিয়ে দোতলা উঠে। জানালার গ্লাস ভেঙ্গে তাকে লক্ষ করে গুলি ছোড়ে। এতে তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে জখম প্রাপ্ত হয়। রাতেই খবর পেয়ে আমরা হাসপাতালে নিয়ে আসি। তবে তিনি আশংকামুক্ত।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন, আহত প্রার্থীর পক্ষে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

এদিকে আগামি ২৬ ডিসেম্বর হাজীগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন। নৌকার প্রার্থীর সাথে বিএনপি সমর্থীত স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন লিটন। ভোটের লড়াইয়ে এ দুই প্রার্থীর মধ্য হাড্ডাহাড্ডি লড়াই হবে।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,১৫ ডিসেম্বর ২০২১