ফরিদগঞ্জের ১৩ ইউপিতে নৌকা প্রতীক পেলেন যারা

সারা দেশের ন্যায় পঞ্চম ধাপের ইউনিয়নে পরিষদ নির্বাচনে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

৫ ডিসেম্বর রোববার দিবাগত গভীর রাতে আওয়ামী লীগের ফেইসবুক পেজে এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ফরিদগঞ্জে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়নে মো. বাহা উদ্দিন, ২নং বালিথুবা পূর্বে জি এম হাসান তাবাচ্ছুম, ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. শারাফত উল্যা, ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নে পারভেজ হোসাইন, ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল গনি পাটওয়ারী, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে রফিকুল ইসলাম, ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে মোহাম্মদ আলাউদ্দিন, ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সোহেল চৌধুরী, ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে মো. আলা উদ্দিন আহমেদ, ১১ নং চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের মাহমুদুল হাসান (মিরাজ), ১২ নং চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নে মোরশেদ আলম মুরাদ, ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. ওমর ফারুক ও ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নের মো. শরীফ হোসেন খান।

প্রতিবেদক: শিমুল হাছান, ৬ ডিসেম্বর ২০২১

Share