Home / চাঁদপুর / চাঁদপুরে হরিনায় ২টি নৌকাসহ ৮ জেলে আটক
নৌকাসহ

চাঁদপুরে হরিনায় ২টি নৌকাসহ ৮ জেলে আটক

মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ইলিশ ধরার সময় হাতে নাতে ৮ জেলেকে আটক, ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও মাছ ধরার ২টি নৌকা জব্দ করেছে চাঁদপুর হরিনা নৌ পুলিশ।

শুক্রবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর নদীর হরিনার আশপাশের এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

হরিনা ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমানের নেতৃত্বে এসআই রেদওয়ান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়।

চাঁদপুর নৌ থানা পুলিশ জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ মাছ ধরা অবস্থায় ১৫ হাজার হাজার মিটার কারেন্ট জালসহ ৮ জেলেকে আটক করা হয়। এছাড়া ২টি জেলে নৌকা ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। আর জব্দকৃত জালগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। নৌকাগুলো মৎস্য বিভাগে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

চাঁদপুর হরিনা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হবে। জাতীয় সম্পদ মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, সে জন্য নৌ পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষনিক টহল অব্যাহত রেখেছে। এ ঘটনায় দুটি মামলা দায়ের করে জেলেদের   আদালতে প্রেরণ করা হয়েছে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট