আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ও সূচিপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর শনিবার সকাল ১০ টায় সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক মোঃ নেছার উদ্দিনের সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সূচীপাড়া উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু। উপজেলা পরিষেদর চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, মোঃ বিল্লাল হোসেন তুষার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইলিয়াছ মিন্টু, সাবেক পৌর আওয়ামীলীগের আহবায়ক রেজাউল করিম মিন্টু, দপ্তর সম্পাদক মোঃ শফিউল আজম স্বপন। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের নাম বর্ধিত সভায় প্রস্তাব ও সমর্থন প্রস্তাপনা জানান ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহযোগী সংগঠনের সভাপতি /সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।
এতে ৮ জন প্রার্থীর প্রস্তাবনা জানান। সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ আলম পাটোয়ারী, সাবেক ছাত্রনেতা মোঃ মাহমুদুর রহমান (রিপন), আওয়ামী লীগ নেতা মোঃ মাহতাব উদ্দিন হেলাল, মোঃ জাকির হোসেন ফরাজী, মোঃ সারোয়ার হোসেন (জুয়েল), মোঃ ওমর ফারুক ও জাহানারা বেগম।
ঔইদিন বিকাল ৪টায় ধামরা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন মন্টুর সঞ্চালনায় বর্ধিত সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী
১২ জন চেয়ারম্যান প্রার্থীর নাম ও প্রস্তাবনা জানান। এতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, আবু নাসের ওয়াজেদ, উপজেলা যুবলীগের সদস্য নিজাম উদ্দিন, সাবেক যুবলীগ নেতা মেশকাত হোসেন বিটু, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক মোঃ সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ সেলিম খান, মোঃ মোশারেফ হোসেন (মুশু) মহি উদ্দিন রিপন, মোঃ কবির হোসেন, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, ইমাম হোসেন মজিব ও জেসমিন আক্তার
প্রতিবেদক: মো. জামাল হোসেন