চাঁদপুরের শাহরাস্তিতে আসন্ন টামটা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আ.লীগের দলীয় মনোনয়ন নিয়ে আবারও চেয়ারম্যান হতে চান জহিরুল আলম মানিক।
ইতোমধ্যে তিনি উন্নয়নের প্রতিশ্রুতি নির্বাচনী প্রচার চালাচ্ছেন।জহিরুল আলম মানিক বলেন, ‘২০১৬ সালে টামটা দক্ষিন ইউনিয়নের নির্বাচনে আ.লীগ দলিয় প্রার্থী হয়ে বিপুল ভোটের ব্যবধানে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হই। এরপর গণমানুষের প্রত্যাশা পূরণে টামটা ইউনিয়ন পরিষদের ভবনের উন্নায়ন মূলক কাজ সম্পূর্ন করেছেন বলে জানান।
এলাকার বিভিন্ন কাঁচা-পাকা রাস্তার কাজ করন করা হয়েছে।তা ছাড়াও স্কুল-কলেজ, মসজিদ ও মাদ্রাসার ব্যাপক উন্নয়ন করে জনগণের মন জয় করেছেন বলে মনে করছেন এই, ইউপি চেয়ারম্যান।
এলাকা বাসী জানান, জহিরুল আলম মানিক, চেয়ারম্যান হওয়ার পর থেকে সমাজের গরীব,দুখী এবং অসহায় মানুষের পাশে ছিলেন। বিভিন্ন সামাজিক,গরীব দুখী সন্তানদের পড়া-শুনা সহ বিবাহ কাজে সহযোগীতার হাত বাড়িয়ে দিতেন।
এ ছাড়াও বাল্য বিবাহ,মাদক মুক্তু,ইভটিজিংসহ অসামাজিক কাজে সচেতন চালিয়েছেন।
জহিরুল আলম মানিক চাঁদপুর টাইমসকে জানান উনার বাবা মরহুম এড.তাহের ভূঁইয়ার সতততা,আর্দশকে বুকে দারন করে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই।বাবার আর্দশ সন্তান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।
প্রসঙ্গত, জহিরুল আলম মানিক শাহরাস্তি উপজেলা যুব লীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এবং চাঁদপুর সরকারি কলেজ(এইচ,এস,সি সেকশন) ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন।
তাই জনগণের প্রত্যাশা পূরণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও আ.লীগের দলীয় নৌকা প্রতীকে প্রার্থী হতে চাই। চেয়ারম্যান নির্বাচিত হলে উন্নয়নের ধারা বজায় রাখব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য,মেজর রফিকুল ইসলাম এমপি স্যারের হাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাব।
প্রতিবেদকঃ শরীফুল ইসলাম, ২০ সেপ্টেম্বর ২০২১