Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / নৌকার বিজয় মানে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ: শামছুল হক ভূঁইয়া
নৌকার বিজয়

নৌকার বিজয় মানে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ: শামছুল হক ভূঁইয়া

ফরিদগঞ্জে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীকে বিজয়ী করার লক্ষে নিবার্চনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

৬ ফেব্রুয়ারি শনিবার বিকেলে পৌর এলাকার পূর্ব বড়ালী সরকারী প্রাথমি বিদ্যালয় মাঠে উকাত নিবার্চনী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আ’লীগের সভাপতি ও নৌকা প্রতিকের মেয়র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংদেশ আ’লীগের জাতীয় পরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মো. মাহফুজুল হক, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি নাজমুন নাহার অনি।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. জরিুল ইসলাম, দপ্তর সম্পাদক আহছান আখন্দ, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্টাকটর, কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র সদস্য মহিউদ্দিন খোকা, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, উপজেলা আ’লীগের সহ- সভাপতি লোকমান তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন স্বপন, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি রাজিয়া সুলতানা দিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান স্বপন, সাধারন সম্পাদক কাউছার উল আলম কামরুল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম সউদ, সাধারন সম্পাদক আকবর হোসেন মনির, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম সোহাগ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. শামছুল হক ভূঁইয়া বলেন, নৌকা মানে জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ, নৌকা মানে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ, নৌকা মানে উন্নয়ন ও সাফল্যের অগ্রযাত্রায় বাংলাদেশ। এই উন্নয়ন ও সাফল্য ধরে রাখতে নৌকার বিকল্প নেই। আগামি ১৪ ফেব্রুয়ারীর নির্বাচনে আবারো নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নৌকার বিজয় মানে, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ।

তিনি স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে আরও বলেন, আন্দোলনের নামে যারা দেশে মানুষ হত্যা ও সম্পদের ক্ষতি করেছে, তাদের হাতে দেশ কোনভাবেই নিরাপদ নয়। তাই আসছে নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন যোগ্য মানুষ ও জাতির শ্রেষ্ঠ সন্তানকে মনোনয়ন দিয়ে সম্মানিত করেছেন, ১৪ ফেব্রুয়ারী আবুল খায়ের পাটওয়ারীর নৌকা মার্কার বিজয়ের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের ঋন কিছুটা হলেও পরিশোধ হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান অক্ষুন্ন থাকবে।

প্রতিবেদকঃশিমুল হাছান,৬ ফেব্রুয়ারি ২০২১