দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেছেন, ‘আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী হচ্ছে আওয়ামীলীগের প্রাণ ও শক্তি। তাই ছাত্রলীগের সকল নেতাকর্মীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’
শুক্রবার (২ ফেব্রæয়ারি) বাংলাদেশ ছাত্রলীগ মতলব দক্ষিণ উপজেলা শাখার আয়োজনে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানে মতলব ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথিরি বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার, বার বার দরকার। আওয়ামীলীগ সরকার আছে বলেই আজ সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত। তাই আপনারা আওয়ামীলীগের উন্নয়ন কর্মকান্ড ঘরে ঘরে পৌছিঁয়ে দিন।
বক্তব্যের সূচনাতে তিনি তার জৈষ্ঠ্য পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দীপু, নাতি আসফাক চৌধুরী মাহির পক্ষতে থেকে আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, যুব মহিলালীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ এবং মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের জনগণকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার জনসাধারণের উপস্থিতিই প্রমাণ করে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) নির্বাচনী এলাকা আওয়ামীলীগের ঘাটি, নৌকা মার্কার ঘাটি।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু। উপজেলা ছাত্রলীগের আহŸায়ক ও জেলা পরিষদের সদস্য মোঃ আল-আমিন ফরাজীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহŸায়ক হোসাইন মোঃ কচিঁর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব উত্তর ও মতলব দক্ষিণের মহিলা আওয়ামীলীগের উপদেষ্টা পারভীন চৌধুরী, মতলব উত্তর ও মতলব দক্ষিণের মহিলা আওয়ামীলীগ উপদেষ্টা সুবর্ণা চৌধুরী বীনা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, উপজেলা যুবলীগের আহŸায়ক জহির সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান ল²ী রানী দাস (তারা), উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক জহিরুল ইসলাম আলেক, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আছমা আক্তার আখি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহŸায়ক এড. শাহ আলম, সিনিয়র যুগ্ম আহŸায়ক রোটা. শ্যামল চন্দ্র দাস, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আজিম হোসেন, পিন্টু সাহা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশ্রাফুল ইসলাম সোহাগ, সাবেক আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান অপু, উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মোঃ কামাল হোসেন দেওয়ান, সাধারণ সম্পাদক আল মামুন মৃধা।
অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলেন মতলব ইয়ং ক্লাবের সভাপতি আসফাক চৌধুরী মাহি। অনুষ্ঠানটির প্রচারে মতলব পৌর ছাত্রলীগ ও মতলব ডিগ্রি কলেজ ছাত্রলীগ।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নগর বাউল জেমস মাতিয়ে তুলেন গানে গানে। হাজার হাজার দর্শকরা উৎসাহিত হয়ে পড়েন। অনুষ্ঠান মঞ্চের বাহিরেও প্রোজেক্টরের মাধ্যমে ও মতলব ক্যাবল নেটওয়ার্ক ও স্টার ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানস্থলে এই প্রথমবারের মত নগর বাউল জেমসকে পেয়ে মাঠে উপস্থিত হাজার হাজার দর্শকরা আনন্দে উৎসাহিত হয়ে উঠে। এছাড়াও ক্লোজআপ ওয়ানের তারকাবৃন্দ ও ডিজে মামুন ও বিশিষ্ট সংগীত শিল্পী লিজা সংগীত পরিবেশন করনে।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৩ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার
ডিএইচ