Home / চাঁদপুর / নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: শিক্ষামন্ত্রী
নৌকার

নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের জেএম সেন গুপ্ত রোডস্থ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বাসভবনের হল রুমে পৌর যুবলীগের আহ্বায়ক মালেক শেখের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ন কবির সুমনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

তিনি বলেন, আজকে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হচ্ছে। একটি ছোট কাগজে নিজের নাম লিখে টাকা দিয়ে যুবলীগের সদস্য হচ্ছেন এটা বড় কথা। শেখ মনি যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। শেখ মনি ফজলুল হক মনির বড় ছেলে আজকে যুবলীগের নেতৃত্ব দিচ্ছে। যুবলীগের নেতৃত্ব আমরা দেখছি কি ভাবে, যুবলীগ বিএনপি জামায়াতের অপশক্তির রুখতে সকাল থেকে রাত অবদি কাজ করছে। তারা সেই ভয়াল দিন গুলোর কথা আর আওয়ামী লীগের উন্নয়নের কথা ঘরে ঘরে পৌছে দেবে। চাঁদপুর- ৩ নির্বাচনী এলাকায় যুবলীগ নৌকার বিজয় নিশ্চিত করবে এমনটা প্রত্যাশা করছি।

চাঁদপুরে যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ সকল সংগঠন সুসংগঠিত হয়েছে। চাঁদপুর-৩ আসনের সকল ভোটার আমাদের কে কাজ করার সুযোগ দিয়েছেন বলেই চাঁদপুরে উন্নয়ন করার সুযোগ পেয়েছি। আমরা যুবলীগে নতুন সদস্য নেব, তবে সন্ত্রাসী, মাদক সেবী, রাজাকারের সন্তান, যুদ্ধাপরাধীর সন্তানেরা যাতে যুবলীগের সদস্য না হতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। নৌকা সঠিক পথে আছে, নৌকা আমাদের কে স্বাধীনতা দিয়েছে, দিয়েছে সোনার বাংলা। আমরা নৌকাকে বিজয় নিশ্চিত করে আবারো দেশের উন্নয়ন করবো।

বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, ঝন্টু দাস,হাইমচর উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর বেপারী, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজি,পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবু পাটোয়ারী,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতাউর রহমান পারভেজ , ১৫ নং,ওয়ার্ড কাউন্সিলর কবির চৌধুরী,আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল, ১২ নং ওয়ার্ড যুবলীগের সোহাগ।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,২২ সেপ্টেম্বর ২০২৩