শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি বলেছেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুবলীগকে ভূমিকা রাখতে হবে। নির্বাচন আসলেই বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অপতৎপরতা বেড়ে যায়। তাই সকলকে সজাগ থাকতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে যুবলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
চাঁদপুর পৌর আওয়ামী যুবলীগের বর্ধিত সভায় সোমবার বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক মো. মালেক শেখের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. জাফর ইকবাল মুন্না, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. মাহফুজুর রহমান টুটুল।
চাঁদপুর পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. সফিকুল ইসলাম ও মো. ইকবাল হোসেন বাবু পাটোয়ারীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য গনি গাজী, পৌর যুবলীগের সদস্য ও কাউন্সিলর কবির হোসেন চৌধুরী, নূর রহমান এনার,
পৌর আওয়ামীলীগের সদস্য স্বপন পাটওয়ারী,১নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মোবারক হোসেন বেপারী, ২ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ রাজু আখন্দ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান টিপু, ৪ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক নেয়ামত হোসেন, ৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তফা, ৬ নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন,৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ৯নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক আজিজ, ১০নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি শোভন, ১১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজানুর রহমান, ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম, ১৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল কাশেম গাজী, ১৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোস্তফা, ১৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রমজান।
এ সময় সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ন কবির সুমন, পৌর যুবলীগের সদস্য নজরুল ইসলাম বাদলসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংগঠনিকভাবে যুবলীগকে শক্তিশালী করতে হবে। বিগত নির্বাচনগুলোর পরিস্থিতি ভেবে ২০২৩ সালের জাতীয় নির্বাচন একই হবে, তা চিন্তা করা যাবে না। জামায়াত বিএনপি নানা ধরনের ষড়যন্ত্র করার প্রস্তুতি নিচ্ছে। সকল অপশক্তিকে আমাদের প্রতিহত করতে হবে।
যে কোন মূল্যে হউক নির্বাচনে নৌকাকে জয়ী করতে হবে। তাই সকলকে দ্বিধা দন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে, রাজপথে থাকতে হবে। আমাদের গর্ব শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে আবারও চাঁদপুর-৩ আসন থেকে নির্বাচিত করতে হবে। নির্বাচনের প্রতিটি কেন্দ্রে ভ্যানগার্ড হিসেবে যুবলীগ কাজ করবেন বলে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ৫ জুন ২০২৩