Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে চ্যালেঞ্জের মুখে নৌকার প্রার্থীরা
প্রার্থীরা

মতলব উত্তরে চ্যালেঞ্জের মুখে নৌকার প্রার্থীরা

আজ রোববার চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার ১৭ ইউপিতে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার রাত ১২টায় শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। মতলব উত্তর উপজেলার ১২৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটনা ভোটনেওয়া হবে। এর মধ্যে বেশ কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

এসব কেন্দ্রগুলোতে ম্যাজিষ্ট্রেট নিয়োগের দাবী জানিয়েছেন ভোটার এবং প্রার্থীরা। এদিকে মতলব উত্তর উপজেলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থীদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীরা। এখানে ৯ ইউপিতে নৌকার বিপরীতে প্রার্থী হয়েছেন ১১ বিদ্রোহী প্রার্থী। যে কারণে নৌকার মনৌনীত প্রার্থীদের ভোটে জয় পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।যদিও এর মধ্যে অনেক প্রার্থীকে দল থেকে বহিস্কার হয়েছে। নির্বাচনী মাঠে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের পাশাপাশি একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায়দলীয় নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। যে কারণে নৌকার মনোনীত প্রার্থীদের ভোটে জয় পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে ষাটনল ও গজরা ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থীর জয় পাওয়ার সম্ভাবনা বেশি।

আরও পড়ুন…  মতলব উত্তরে ১৩ ইউপিতে ভোটগ্রহণ চলছে

তৃণমূলের একাধিক নেতা জানান, দলের ভিতরে ষড়যন্তকারীরা নৌকার ভড়াডুবি ঘটাতে দলের প্রার্থীদের বিরুদ্ধে বেছে বেছে দূর্বল প্রার্থীদের নির্বাচনী মাঠে নামিয়ে দিচ্ছেন। ষড়যন্দ্রকারীরা মুখে মুখে নৌকার জয় জয় করলেও তাদের তলে তলে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করছেন বেশিরভাগ নেতাকর্মী।

জানা গেছে,উপজেলার ৯ ইউপিতে আওয়ামীলীগের ১১ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। ষাটনল ইউপিতে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান টানা দুই বারের চেয়ারম্যান ষাটনল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি একেএম শরীফ উল্লাহ সরকারের বিপক্ষে লড়বেন দলের বিদ্রোহী (বর্তমান বহিস্কৃত) ফেরদাউস আলম সরকার। সাদুল্যাপুর ইউপিতে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান লোকমান মুন্সীর বিরুদ্ধে লড়বেন বিদ্রোহী ( বর্তামান বহিস্কৃত) উপজেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জোবায়ের আজিম পাঠান স্বপন।

আরও পড়ুন…  মতলব দক্ষিণে ৪ ইউনিয়নে ১৭৬ প্রার্থীর ভোটযুদ্ধ শুরু

বাগানবাড়ি ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়ার বিরুদ্ধে লড়বেন বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। কলাকান্দা ইউপিতে আ’লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গোলাম কাদির মোল্লার বিরুদ্ধে লড়বেন আ’লীগের বিদ্রোহী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছোবান সরকার সুভা।এখলাছপুর ইউপিতে আ’লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাভোকেট জসিম উদ্দিনের বিরুদ্ধে আ’লীগের বিদ্রোহী গিয়াস উদ্দিন গাজী ও সাইফুল ইসলাম লিম ঢালী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফতেপুর পূর্ব ইউপিতে আ’লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আজমল হোসেন চৌধুরীর বিরুদ্ধে আ’লীগের বিদ্রোহী নুরুল ইসলাম পাটোয়ারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফরাজীকান্দী ইউপিতে আ’লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়র রেজাউল করিমের বিরুদ্ধে আওয়ামীলীগের বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ ও কামাল হোসেন গাজী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুলতানাবাদ ইউপিতে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান উম্মে হাবীবা সিফাতের বিরুদ্ধে আওয়ামী লীগের বিদ্রোহী আবু বক্কর সিদ্দিক খোকন ও নাজিম উদ্দিন সোহেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। গজরা রইউপিতে আ’লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শহিদউল্লাহ মাস্টারের বিরুদ্ধে আ’লীগের বিদ্রোহী মফিজুল ইসলাম দেওয়ান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মতলব উত্তর উপজেলার ১৪ ইউপির মধ্যে ৪টিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এসব ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছেনা। তবে মেম্বারদের নির্বাচন হচ্ছে।

অপরদিকে জহিরাবাদ ইউপি নির্বাচন উচ্চ আদালতের আদেশে নির্বাচন কমিশন ভোটগ্রহণ স্থগিত রেখেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রিপন হোসেন জানান, নির্বাচনী এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোট গ্রহণের আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যে মাঠে নেমেপড়েছেন। নির্বাচনী এলাকায় কোনো সাধারণ ছুটি ধাকছেনা। তবে নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীগণ সাধারণ ছুটির আওতায় থাকবেন। এছাড়া ভোট দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকেছুটি নিতে পারবেন সাধারণ নাগরিকরা।

ভোটের সাার্বিক পরিস্থিতি সর্ম্পকে জানতে চাইলে নির্বাচন কর্মকর্তা রিপন হোসেন বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সামগ্রি ও নির্বাচনী দায়িত্বে থাকা রআইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট লোকবল পৌছানো হয়েছে। ভোটারদের মাস্ক পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ করে এই উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন,স্বাস্থ্যবিধি মেনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক