আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী জিএম হাসান তাবাচ্ছুমকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারী রোববার দুপুরে ইউনিয়নের বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত পথসভা অনুষ্ঠিত হয়।
ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ২ নং বালিথুবা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন সুমনের সভাপতিত্বে, সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট কামরুল হাছান রোমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি নাছির আহাম্মেদ ভূঁইয়া।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটওয়ারী দুলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, নৌকা প্রতিকের প্রার্থী জিএম হাসান তাবাচ্ছুম, ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল হাই মজুমদার, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম হেলাল উদ্দিন আহমেদ, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, আ’লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খোকন তালুকদার, ইউনিয়ন আ’লীগের কোষাধ্যক্ষ মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব সহিদ উল্যাহ তপাদার, জেলা আ’লীগের শ্রম বিষয়ক নূরুল ইসলাম মিয়াজি, জেলা যুবলীগের সদস্য অরুপ কর্মকার, জেলা স্বেচ্ছাসেবকলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জাকির হোসেন পাটওয়ারী, কর্মশালা সম্পাদক সফিকুর রহমান গাজী, চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, উপজেলা যুবলীগের সদস্য জাকির হোসেন, ফরিদগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শিমুল পাটওয়ারী প্রমূখ।
একইদিন বিকেলে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ’লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক সোহেল হোসেন রাজু’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সভাপতি নাছির আহাম্মেদ ভূঁইয়া, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের শ্রম বিষয়ক নূরুল ইসলাম মিয়াজি, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু সাহেদ সরকার, কেন্দ্রীয় আ’লীগের ত্রান ও সমাজ কল্যাণ উপ- কমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার, নৌকা প্রতিকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সোহেল চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি পুতুল সরকার ।
একইদিন বাদ মাগরিব উপজেলার ১৬নং রুপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয় হয়। নৌকা প্রতিকের প্রার্থী মো. শরীফ হোসেন খানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল- আমিন পাটওয়ারীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি নাছির আহাম্মেদ ভূঁইয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, কেন্দ্রীয় আ’লীগের ত্রান ও সমাজ কল্যাণ উপ- কমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন।
প্রধান অতিথির বক্তব্যে নাছির আহাম্মেদ ভূঁইয়া বলেন, আগামী ৫ জানুয়ারি নৌকা মার্কাকে বিজয় করার লক্ষে আমরা আপনাদের কাছে এসেছি। কারন দেশ পরিচালনা করছেন আওয়ামী লীগ সরকার। জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে এই দেশের উন্নয়ন হচ্ছে। নৌকার কারনেই দেশ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা আপনাদের উন্নয়নের লক্ষে সরকারের তৃনমূলে প্রতিনিধিত্ব করার জন্য নৌকা মার্কা দিয়ে পাঠিয়েছেন। এই নৌকা শুধু মনোনীত প্রার্থীদের একা না এই নৌকা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের নৌকা। এই নৌকা উন্নয়নের নৌকা। এ নৌকা আপনাদের সকলের নৌকা। নৌকাকে বিজয় করা আপনাদের দ্বায়িত্ব। আপনাদের ভোটের মাধ্যমে নৌকাকে বিজয় করে শেখ হাসিনার মনোনীত প্রার্থীদেরকে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। তাহলে ইউনিয়নের উন্নয়ন করা সম্ভব হবে।
প্রধান বক্তার বক্তব্যে জেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, বাঙ্গালী জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে পথ দেখিয়েছে আওয়ামীলীগ। এক সাগর রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। স্বাধীনতার মূল লক্ষ ছিল উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। নৌকাকে মানুষ যখই ভোট দিয়েছে, কেউ বঞ্চিত হয় নাই। এইবারও নৌকায় ভোট দিন আমি কথা দিচ্ছি আপনারা উন্নয়ন থেকে বঞ্চিত হবেন না।
এসময় অনান্য বক্তরা বলেন, নৌকা এদেশে স্বাধীনতার কথা বলে নৌকা এদেশে উন্নয়নের কথা বলে। নৌকা এদেশে জনগনের কথা বলে। নৌকা জিতলে কেউ কোন উন্নয়ন থেকে বঞ্চিত হবেন না। কেউ মনে করবেন না বিদ্রোহীরা জয়ী হলে উন্নয়ন বেশী হবে সেই সুযোগ নেই। আগামী ৫ জানুয়ারী প্রতিটি কেন্দ্রে যার যার অবস্থান থেকে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করে আপনারা বাড়ি ফিরবেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ২ জানুয়ারি ২০২১