চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচনে ২০ জন প্রার্থী নৌকা প্রতীকের মনোনয়নের জন্য দলীয় ফরম সংগ্রহ করেন।অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মাঝি হলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী।
ফরিদগঞ্জবাসীর এবার সকলের চোখ ছিলো কে হচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী। ১৩ জানুয়ারি বুধবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের তালিকা চূড়ান্ত হয়।
জানা গেছে, ফরিদগঞ্জ পৌরসভায় নৌকা প্রতীক পেলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী।
আরও পড়ুন… ফরিদগঞ্জে এক নৌকার মাঝি হতে ২০ প্রার্থীর লড়াই
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার ফরিদগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাচাই বাছাই করেই দলীয় মনোনয়ন দিয়েছেন। উপজেলা আওয়ামী লীগসহ দলীয় নেতাকর্মীরা তাদের জয়ের ব্যাপারে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং নৌকা প্রতীককেই জয়ী করবেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের নৌকা প্রতীক পাওয়ার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও নিজ উপজেলায় আনন্দ মিছিল বের হয়। তবে এমন চমক দেখাবেন এই প্রবীন নেতা এমনটা কেউ ভাবতে পারেন নি।
প্রসঙ্গত,আগামি ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ফরিদগঞ্জ পৌরসভা সহ দেশের ৫৬টি পৌরসভায় একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রতিবেদক:শিমুল হাছান,১৩ জানুয়ারি ২০২১