নৌকায় ভোট দেওয়ায় চাঁদপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে : ডা. দীপু মনি

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের আওয়ামী লীগের মনোনিত নৌকার প্রার্থী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, ‘নৌকায় ভোট দেয়ার কারনে চাঁদপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। চাঁদপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ ও পুরাণ বাজার ডিগ্রি কলেজ এ ৩টি কলেজে শুধু ৮৪ কোটি টাকার কাজ হয়েছে। গত ১৫ বছরে ৭১৫ কিঃমিঃ রাস্তা পাঁকাকরণ হয়েছে। চাঁদপুর-৩ এ ১ হাজার কালভার্ট হয়েছে। অন্য কোন সরকার যা পারে নি। জননেত্রী শেখ হাসিনা সরকারই তা করে দেখিয়েছেন। ৭ তারিখে সকালে আপনারা আপনার মূল্যবান ভোট দিয়ে নৌকা মার্কাকে জয়যুক্ত করবেন।’

বৃহস্পতিবার রাতে পৌর ১০নং ওয়ার্ডের আদালতপাড়াস্থ অযাচক আশ্রমের সামনে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান যুগে মুখস্থ ও সার্টিফিকেটের কোন মূল্য নেই। মূল্য আছে শুধু দক্ষতার। আমরা মুখস্ত করবো গান, সূরা ইত্যাদি ইত্যাদি। আমাদের দক্ষতাকে কাজে লাগাতে হবে। নোট বই, গাইড বই ও কোচিং বানিজ্য বন্ধ হওয়ায় তারাই ক্ষুব্দ হয়ে শিক্ষা কার্যক্রম নিয়ে অপপ্রচার করা হচ্ছে। বিজ্ঞান, প্রযুক্তি ও ভাষা শিক্ষায় আমাদের দক্ষতা অর্জন করতে হবে। কোন অপপ্রচার বা গুজবে কেউ কান দিবেন না। ধর্ম কি মিথ্যাকে প্রশয় দেয়। ধর্ম ন্যায় ও সত্যের কথা বলে। তারপরও যদি বইয়ের কোন স্থানে ভুল থাকে, তাহলে আমাদের জানাবেন।’

পৌর ১০নং ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাপ্পি পালের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল।

এসময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুস সোহেব, পৌর যুবলীগ নেতা কামাল বেপারী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি খোকন মজুমদার, যুবলীগ নেতা আশিষ সোম, হাবিব গাজী, তমাল, রানা মজুমদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া তিনি সকালে আশিকাটি ইউনিয়নে, সন্ধ্যায় ১০নং ওয়ার্ডের রহমতপুর কলোনী, ঢালী বাড়ি, প্রতাপসাহা রোডে উঠান বৈঠক করেন।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ২৯ ডিসেম্বর ২০২৩

Share