চাঁদপুর-১ কচুয়া আসনের নৌকা প্রতীকে ভোট চেয়ে ইউনিয়ন ভিত্তিক আনুষ্ঠানিক প্রচারনার দ্বিতীয় দিনে শনিবার দিনভর গনসংযোগ ও প্রচারনা করেছেন নৌকার মনোনীত প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। তিনি শনিবার উপজেলার ৩ নং বিতারা ইউনিয়নের শিমুলতলী, বাতাপুকুরিয়া, মাঝিগাছা, চানপাড়া, শিসাস্হান, উত্তর শিবপুর, শাসনপাড়া, তেগুরিয়া, বিতারা, অভয়পাড়া, বাইছারাসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন।
গণসংযোগকালে ড. সেলিম মাহমুদ বলেন, ৭ জানুয়ারির নির্বাচন কোনো প্রার্থী জেতানোর নির্বাচন নয়। এখানে প্রার্থী আমি নই, মনে রাখতে হবে প্রার্থী জননেত্রী শেখ হাসিনা। নৌকায় ভোট দিলে আগামীতে স্মার্ট কচুয়া উপজেলা গঠন করা হবে।
গণসংযোগকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক সোহরার হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব তৌহিদুল ইসলাম খোকা, তাসলিমা আক্তার আখি, বিতারা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগ নৌকার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো: শাহজাহান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কবির হোসেন মজুমদার, সাধারন সম্পাদক সোহাগ খান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক আব্দুল্লাহ আল মামুন,উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার, সহ দলীয় অসংখ্যা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ ডিসেম্বর ২০২৩