নো মাস্ক- নো সার্ভিস-কঠোর হচ্ছে

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ প্রতিরোধে চলমান সর্বাত্মক বিধিনিষেধ শেষ হচ্ছে ২৮ এপ্রিল মধ্যরাতে। আর বাড়ানো হবে না এর সময়সীমা। পরবর্তী শিথিলতার বিষয়ে সিদ্ধান্ত ২৮ তারিখের মধ্যে জানানো হবে। তবে চলাচলে আগের মতো মানতে হবে স্বাস্থ্যবিধি,’নো মাস্ক নো সার্ভিস’-এ কঠোর হবে সরকার।

শুক্রবার ২৩ এপ্রিল সংবাদমাধ্যমকে এমনটাই জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন,‘২৮ এপ্রিল থেকে সবকিছুই শিথিল হতে শুরু করবে। তবে একটা শর্ত থাকবে,শারীরিক দূরত্ব মেনে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরেই আমাদের চলতে হবে। কেউ যেন মাস্ক ছাড়া না বের হয়। সমাজের উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সবাই যেন মাস্ক পরে। ‘নো মাস্ক নো সার্ভিস’ এ বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।’

একটা সামাজিক আন্দোলন গড়ে তুলে সবার মাস্ক পরা নিশ্চিত করার ওপর সরকার মনোযোগী হতে চায় বলে মন্তব্য প্রতিমন্ত্রীর।

কঠোর বিধিনিষেধ থাকায় সংক্রমণের হার ও মৃত্যু কমে আসবে বলে আশাবাদী প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, ‘ জীবন ও জীবিকার কথা বিবেচনায় রেখে ২৫ এপ্রিল থেকে দোকানপাট ও শপিংমল খুলে দেওয়া হচ্ছে ‘

শপিং মল ও দোকানপাট চালু রাখাসহ যাবতীয় কার্যক্রমের ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে বলেও জানান তিনি। বলেন,‘এখানে শর্ত থাকবে যে, তারা যে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ,সেটা তারা শতভাগ মেনে চলবে।’

ঢাকা ব্যুরো চীফ , ২৪ এপ্রিল ২০২১

Share